সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালের দিনটি ছিল ১২ ফেব্রুয়ারি ২০২২ রোজ শনিবার।তো গতকালের দিনটি আমি কিভাবে কাটিয়েছি তা দেখে নেয়া যাক...
সকালবেলা ঘুম থেকে উঠলাম সাড়ে সাতটায়। ঘুম থেকে উঠেই ব্রাশ করে ফ্রেশ হয়ে নিই।ফ্রেশ হওয়ার পর সকালের নাস্তায় চা ও মুড়ি খাই।এরপর আটটার সময় যে ছাত্রটিকে প্রাইভেট পড়াই সে পড়তে আসে।সে চলে আসলে পড়ার টেবিলে বসে তাকে পড়ানো শুরু করি।নয়টা পর্যন্ত পড়ানোর পর সে চলে যায়।সে চলে যাওয়ার পর আমি পড়ার টেবিলে বসে কিছুক্ষণ মোবাইল চালাই।এরপর পড়ার টেবিল থেকে উঠে বাইরে ঘুরতে যাই। কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করি।এরপর এলাকার দোকানে গিয়ে বসে বসে কিছুক্ষণ মোবাইল চালাই।এরপর বাড়িতে চলে আসি।
সাড়ে দশটার দিকে হাঁটতে হাঁটতে জমিরহাটে যাই।জমিরহাটে যাওয়ার কারন মুলত সেলুনে যাওয়া।জমিরহাটে গিয়ে একটি সেলুনে গেলাম। সেলুনে গিয়ে দেখি একজন লোক চুল কাটাচ্ছে।আর কেউ ছিল না।তাই বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। এরপর আমি চুল কাটালাম।চুল কাটানোর পর সেলুন থেকে বের হয়ে জমিরহাট মাঠে যাই।মাঠে ক্রিকেট খেলে হচ্ছিলো। কিছুক্ষণ খেলা দেখে বাড়িতে চলে আসি।
বাড়িতে এসে শুয়ে পড়ি। শুয়ে শুয়ে কিছুক্ষণ মোবাইল চালাই।এরপর দুপুর হয়ে গেলে গোসল করে নিই।গোস করে এসে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিই।খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ বিশ্রাম নিই ও মোবাইল চালাই।এরপর পড়ার টেবিলে বসে কিছুক্ষণ পড়াশোনা করি।বেশ কিছুক্ষণ পড়াশোনা করার পর একটু বাইরে যাই।বাইরে গিয়ে বসে বসে একটু ফ্রিফায়ার খেলি।
বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে জমিরহাটে যাই।জমিরহাটে গিয়ে স্কুলের শহীদ মিনারে বসে বন্ধুদের সাথে আড্ডা দিই। অনেক গল্প গুজব ও মজা মাস্তি করি। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পর ও কিছুক্ষণ সেখানে আড্ডা দিই।এরপ সবাইকে বিদায় জানিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে আসলে আমার বড় আপু ভিডিও কল দেয়। আপুর সাথে ভিডিও কলে কথাবার্তা বলি।এরপর একটু পড়তে বসি।
তো বন্ধুরা এই ছিল আমার গতকালের সারাদিনের কার্যাবলী।এই করোনাকালীন সময়ে সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করব।সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।দেখা হবে পরবর্তী ডায়েরি পোস্টে।