আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। গতকালের সারাদিনের কাজকর্ম এখন ডাইরি আকারে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করা
গতকাল ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে নাস্তা করলাম। নাস্তা করার পর বই পড়তে বসলাম। বই পড়ার পর আমার সকালের খাবার খেয়ে নিলাম। গতকাল ছিলো আমাদের HSC পরীক্ষার রেজাল্ট। তাই সকালে খাওয়ার পর থেকেই বন্ধুদের সাথে মোবাইলে যোগাযোগ রাখছিলাম। আমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর সাথে সাথে আমার রোল ও রেজিষ্ট্রেশন নম্বর লিখে সার্চ দিলাম। কিন্তু নেট প্রচুর জ্যাম ছিলো আর আমার মোবাইলের নেট স্পীডও অতো বেশী ফাস্ট না। তাই সাথে সাথেই আমি আমার রেজাল্ট দেখতে পারি নি। তাই 16222 এ একটা এসএমএস দিলাম কিন্তু রেজাল্ট পাইলাম না
তারপর আমার এক বন্ধু আমাকে ফোন দিয়ে বললো যে ও A+ পেয়েছে এবং তারপর আবার রেজাল্ট জিজ্ঞেস করলো। কিন্তু আমি তো রেজাল্ট পাই নি এখনো। তাই আমার রোল ও রেজিষ্ট্রেশন নম্বর নিলো আমার বন্ধু এনায়েত। এবং কিছুক্ষন পর বললো যে আমিও A+ পেয়েছি। অনেক খুশী হলাম। দুপুর ১টার পর আমার মোবাইলে ভালো করে আবারো রেজাল্ট দেখলাম। তারপর গোসল করে আমার দুপুরের খাবার খেয়ে নিলাম। এখন রেজাল্ট উপলক্ষে অনেকে ট্রিট চাচ্ছিলো কিন্তু সবাইকে ইগনোর করে গেলাম কারণ হাতে তেমন টাকা ছিলো না।
বিকালে চলে গেলাম জমির হাট মাঠে। আমার বন্ধু আল-আমিন ও তাজউদ্দীনও ছিলো সেখানে। তিন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম অনেকেই এসে রেজাল্ট জিজ্ঞেস করছিলো। আলহামদুলিল্লাহ আমরা তিনজনই A+ পেয়েছিলাম তাই কারোরই মন খারাপ ছিলো না। সবাই ফ্রি মাইন্ডে হাসি খুশিভাবে কথা বলছিলাম আর মেসেঞ্জারে বাকি ক্লাসমেটদের খোজ খবর নিচ্ছিলাম। বিকালে মাঠে তখন খেলা হচ্ছিলো। খেলোয়াড় কম তাই চাইনিজ গোলের খেলা হচ্ছিলো। বসে বসে খেলা দেখছিলাম আর আড্ডা দিচ্ছিলাম।
সন্ধ্যায় নাস্তা করার জন্য বাজারে গেলাম। বাজারে গিয়ে নাস্তা করলাম। তারপর বাড়ির জন্য কিছু খাবার নিলাম। নিয়ে সবাই বাড়ির পথে হাটা ধরলাম। বাড়িতে গিয়ে ফ্রেস হয়ে বই পড়তে বসলাম। কিন্তু কিছুক্ষনের মধ্যেই আমার বন্ধু আমাকে ফোন দিলো। আমাদের যে সব ক্লোজ ফ্রেন্ডরা আছে তারা সবাই মিলে পিকনিকে যাওয়ার পরিকল্পনা করেছে। সেইজন্যই আমাকে ফোন দিয়েছে। তাই আমি ওদের বলে দিলাম যে আমার কোনো সমস্যা নাই। পিকনিকের জন্য সামনে এগোতে বললাম। তারপর রাতের খাবার খেয়ে দেয়ে শুয়ে পড়লাম।
তো বন্ধুরা এই ছিলো আমার গতকালের ডাইরি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।