১৫ই শ্রাবণ ১৪২৮
প্রসঙ্গঃ "জ্ঞান করি বিতরণ, এই হোক আমাদের স্লোগান!"
আমাদের সমাজে একটা প্রবাদ আছে, "দান করলে সম্পদ কমে না, বরং তা বেড়ে যায়। ঠিক তেমনি জ্ঞান বিতরণ করলেও জ্ঞানের কোনো ঘাটতি হয় না, বরং তা যেনো আরো বাড়তেই থাকে। এ যেনো মহান আল্লাহ তায়ালার অসীম সৃষ্টি।
বর্তমানে আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে। আমরা প্রায় সবাই মনে করি, সে যদি আমার থেকে বেশি যেনে যায়, তাহলে সে হয়তো আমার থেকে সেরা হয়ে যাবে। যার কারণে, আমরা যা জানি তা অন্যকে জানাতে চাই না, বা শেখাতে চাই না। এর কারণেই কেউ যদি আমাদের কাছে কোনো কিছু শিখতে চায়, আমরা সঙ্গে সঙ্গেই তা না করে দেই। আমার মনে হয়, আমরা সবাই প্রতিজ্ঞা করে রেখেছি, আমরা যা জানি তা আর কাউকে শেখাবো না। এর ফলে হয় কি, আমরা অনেক কিছু শেখা থেকে পিছিয়ে পড়ি। কেননা, আমি যেটা জানি সেটা যদি অন্য কাউকে বলতাম বা শেখাতাম আর সে যেটা জানে বা পারে, সে সেটা আমাকে শেখাতো। কিন্তু বর্তমানে এই প্রতিযোগিতার বাজারে আমরা কাউকে কোনো কিছু শেখাই না, যার কারণে আমরা নিজেরাই অনেক কিছু শিক্ষাগ্রহণ করা থেকে পিছিয়ে পড়ি।
চলুন, আমরা প্রতিজ্ঞা করি! আমি যা জানি তা আজকে থেকে অন্যকে শেখানোর চেষ্টা করবো। যদি আমরা আমাদের জ্ঞান অন্যকে বিলি করি, এতে করে হয় কি আমাদের জ্ঞানের পরিধিটা আরো বৃদ্ধি পায়। আপনি নিজে যা শিখবে, তখন সেটা যদি অন্যকে শেখাতে যান, তাহলে নতুন নতুন কৌশল নিজেই আবিষ্কার করতে পারবেন। আপনি যদি একটি কাজ একভাবে করতে পারেন, কিন্তু যখন সেই কাজ অন্যজনকে শেখাতে যাবেন, তখন কিন্তু আপনা আপনি ভাবেই অনেকধরণের কৌশল আপনার মাথায় চলে আসবে। এতে করে আপনি একই বিষয়ে নতুন কোনো কৌশল শিখতে পারবেন।
Beauty of Creativity এ যারা আছেন তারা সবাই অনেক ফ্রেন্ডলি ও মিশুক টাইপের। এভাবেই যদি সবাই থাকতে পারেন, তাহলে দেখা যাবে কোনো দিন কেউ বিপদে পড়বে না! আবার বিপদে পড়লেও কেউ না কেউ সাহায্যের হাত ঠিকি বাড়িয়ে দিবে। তাহলে চলুন, আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি, "জ্ঞান করি বিতরণ, এই হোক আমাদের স্লোগান!"
আশা করি, আমার এই ব্লগটি আপনার ভালো লেগেছে।
আমার সম্পর্কে কিছু কথাঃ-
আমি মোঃ আবু হেনা সরকার। আর আমার ডাক নাম সাগর। আমি একজন স্বাধীন চেতনাময়ী ছেলে। যেসব সবসময় স্বাধীনতাকে প্রাধান্য দেই। আমি লিখতে, পড়তে, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, বিশ্লেষন এবং কোনো অজানা বিষয় সম্পর্কে জানতে ভিশন আগ্রহী ও ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। সবার সাথে মিশতে আমার অনেক ভালো লাগে।
Congratulations, your post has been curated by @dsc-r2cornell. You can use the tag #R2cornell. Also, find us on Discord
Felicitaciones, su publicación ha sido votada por @ dsc-r2cornell. Puedes usar el tag #R2cornell. También, nos puedes encontrar en Discord
upvoted because strange.
well-met sir
Thank you so much sir. I'm glad to your upvoted.