A Story

in instablurt •  3 years ago 

Assalamualaikum. How are you? Come on, everyone is fine. I'm fine too. I've been a little better for a few days so I couldn't come or post. I am still the best. I wrote and posted again today with your prayers. I hope you are with me and will stay.
What I will write today is a story.
The story will never end if we write it. How many types of stories can be written. With the emotion of the mind. The story is made up of all the things that the mind has. Laughter, fun, sorrow, etc. Stories are written with these. The story attracts people's attention only when that story is laughed at. Is funny. People enjoy reading. That's when people become more interested in reading the story. The story is also about human life. The story is also about people's imaginary thoughts. People can present through imagination. Write how he presented the story in fiction. Story is a thing that makes a person feel good when he reads or writes a story even in the midst of laughter, sorrow and pain. Story is such a thing. And people don't always like to tell stories. Some time When their minds are good. The story becomes emotional. A story is written with emotion. Only he who reads can tell how it is. Stories are written with passion. It is good to read these stories because stories that are emotional and love to read emotional stories have love in them. They have affection, they have laughter, they have fun, and so on. It always makes people laugh even in the midst of tears. I think the story knows magic. A story is something that never takes time or a date to read.
Thanks for reading my post. If there is any mistake, it will be forgiven.
You will all be well and happy. Prayers remain for you. Stay by my side, may Allah bless you.
God bless you.
আসসালামুআলাই কুম। কেমন আছেন সবাই আসা করি ভালো আছেন। আমিও ভালো আছি।আমি এ কয় দিন একটু বেস্ত ছিলাম তাই আসতে পারিনি।বা পোস্ট করতে পারনি। এখনো বেস্ত আছি।আপনাদের দোয়ায় আজকে আবার লিখলাম আর পোষ্ট করলাম। আশা করি আপনারা আমার সাথে আছেন আর থাকবেন।
আজ আমি যা লিখবো তা হলো একটি গল্প।
গল্প আমরা লিখলে কখনো শেষ হবেনা। গল্প কত রকমের লেখা যায়। মনের আবেগ দিয়ে। মনের যত রকম কথা আছে সকল কিছু একসাথে করে গল্প তৈরি করা হয়। হাসি মজা দুঃখ ইত্যাদি। এসব দিয়ে গল্প লেখা হয়। গল্প মানুষের দৃষ্টি আকর্ষণ করে তখনই যখন ঐ গল্পটি হাসির হয়। মজার হয়। মানুষেরা পড়ে মজা পায়। তখনই মানুষ গল্পটি পড়তে বেশি আগ্রহী হয়। গল্প মানুষের জীবন নিয়েও হয়। আবার গল্প মানুষের কাল্পনিক ভাবনা নিয়েও হয়। মানুষ কল্পনার মাধ্যমে উপস্থাপন করতে পারে। লিখি যে সে কিভাবে কল্পনায় গল্পটি উপস্থাপন করেছেন। গল্প এমন একটা জিনিস মানুষের হাসি দুঃখ কষ্ট এমন কি কান্নার মাঝেও যখন মানুষ গল্প পড়ে বা লিখে তখন তার মন ভালো হয়ে যায়। গল্প এমনই একটা জিনিস। আর মানুষ সবসময় গল্প করতে পছন্দ করে না। কিছু কিছু সময়। যখন তাদের মন ভাল থাকে। গল্প আবেগি হয়ে থাকে। আবেগ দিয়েই একটি গল্প লেখা হয়। কেমন হলো তা একমাত্র যে পড়ে সে বলতে পারবে। গল্প আবেগ দিয়ে লেখা হয় এসব গল্প পড়তে অনেক ভালো লাগে কারণ যেসব গল্পে আবেগি থাকে এবং আবেগমাখা গল্প গুলো পড়তে খুব ভালো লাগে সে গুলোতে ভালোবাসা থাকে। সে গুলোতে স্নেহ থাকে সে গুলোতে হাসি থাকে মজা থাকে ইত্যাদি ইত্যাদি। মানুষকে সবসময় কান্নার মাঝেও হাসিয়ে দেয়। গল্প জাদু জানে মনে হয় আমার তো সেটাই মনে হয়। গল্প এমনই একটা জিনিস যেটা পড়তে কখনো সময় ক্ষন দিন বা তারিখের প্রয়োজন পড়ে না।
আমার পোস্টি পরার জন্য ধন্যবাদ। যদি কোনও ভুল হয় তবে সেটা ক্ষমার চোখে দেখবে।
আপনারা সবাই ভাল এবং খুশিতে থাকবেন।আপনাদের জন্য প্রার্থনা রইলো। আমার পাশে থাকুন আল্লাহ আপনাদের মঙ্গল করুন।
আল্লাহ হাপেজ।
Screenshot_20220118-225651.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!