বিসমিল্লাহির রহমানীর রহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ সম্মানিত এবং আশাকরি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি আজকের আলোচনার বিষয় হল: দুনিয়ার লোভ-লালসা ত্যাগ.
বিষয়ে কিঞ্চিৎ পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ।সম্মানিত সাথী ও বন্ধুগণ প্রথমত আমাদেরকে দুনিয়ার লোভ-লালসা ত্যাগ করতে হবে কারণ আমরা দুনিয়াতে যত দিন আছি যত কিছু করছি যত কিছুই করি না কেন টাকাপয়সা ব্যাংক ব্যালেন্স কিন্তু একদিন দুনিয়া আমাদেরকে লাথি মারবে কারণ দুনিয়া আপনাকে আমাকে কাউকে ভালবাসেনা দুনিয়া আমাদেরকে ঘৃণা করার সর্বহারা।।। সর্ব অবস্থায় দুনিয়া আমাদেরকে ঘৃণা করে।
এই জন্য আমাদের উচিত দুনিয়াকে ঘৃণা করা দুনিয়াকে লাথি মারা কখনো দুনিয়ার সঙ্গী না হওয়া দুনিয়ার মহব্বত যতদিন পর্যন্ত আমাদের অন্তরের মধ্যে থাকবে ভালোবাসা থাকবে দুনিয়ার প্রতি ততদিন শুধু আমাদের অন্তরের মধ্যে ফাঁক পূরণ করা হবে অন্তরের মধ্যে ভালো কিছু লালন করতে শিখি আমরা দুনিয়ার লোভ-লালসা করে দুনিয়াকে আমরা ঘৃণা করতে সেই আমাদের জন্য অনেক কল্যাণকর কাজ হবে।।।
কারণ আপনি দেখুন যে আপনি দুনিয়ার জন্য যত কিছুই করুক না কেন দুনিয়া আপনাকে একদিন না একদিন লাথি মেরে ফেলে দেবে।দুনিয়া আপনাকে কখনও চাইবেনা দুনিয়া আপনাকে কখনো ভালোবাসবে না কারণ দুনিয়া হল আপনার চিরশত্রু দুনিয়া আপনাকে সবকিছু দিতে চাইবে এই আশায় আপনার থেকে দুনিয়া সবকিছু নেবে কিন্তু দুনিয়া আপনাকে কিছুই দিবে না।
দুনিয়া আপনাকে কি দিয়েছে একটু লক্ষ্য করে দেখুন কারণ।দুনিয়াকে আপনি সবকিছু দিয়েছেন কিন্তু দুনিয়া আপনাকে এমন একটি জিনিস দান করেছে, যার জন্য আপনাকে সর্বদাই সর্বা হতে প্রস্ত্তত হবে।একটি জিনিস ভেবে দেখুন দুনিয়া আপনাকে বার্ধক্য দান করেছে কিভাবে আপনি একদিন যুবক ছিলেন হয়ে গেছেন আজ বৃদ্ধ। আর বাধ্যক্ষ হলো এমন একটি রোগ যেই রুপ দ্বারা আপনাকে গ্রাস করে ফেলছে এই দুনিয়া।
আপনার এখন আর এই বার্ধক্য থেকে বাঁচার আর কোনো উপায় নেই। কারণ বার্ধক্য এখন আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু আপনি বার্ধক্য থেকে বাঁচতে পারবেন না।এইজন্য বলে সম্মানিত ভাই ও বন্ধুগণ আমরা সকলেই সময় থাকতে সংশোধন হয়ে যায়। এতেই আমাদের জন্য কল্যাণ হবে। সম্মানিত বন্ধুগণ সকলে ভাল থাকুন সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম।
Upvoted! Just because you do not have outgoing delegations / report plagiarism.