গীবতের পরিচয়

in instablurt •  3 years ago 

আজকের আলোচ্য বিষয় হল গীবতের পরিচয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বলেছেন তোমরা কি জানো কি জিনিস তারা বললেন আল্লাহ ও তাঁর রাসূলের অধিক তিনি বললেন কি হল তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু আলোচনা করা যা সে পছন্দ করে প্রশ্ন করা হলো আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে বাস্তবিকই থেকে থাকে তবে আপনি কি বলেন তিনি বললেন আমি তার সম্পর্কে যা বলছ তা আমি তার মধ্যে প্রকৃতি থেকে থাকে তাহলে তুমি তার গীবত করলে আর যদি তা তার মধ্যে না থাকে তাহলে তো তুমি তার প্রতি অপবাদ আরোপ করলে।

হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাফিয়া রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর ব্যাপারে আপনার জন্য এতটুকুই যথেষ্ট যে সে এরূপ অর্থাৎ তিনি খাটো তিনি বললেন তুমি এমন একটি কথা বলেছো জাশরে মিশিয়ে দিলে তাতে সমুদ্রের রং পাল্টে যাবে আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন আমি এক ব্যক্তিকে অঙ্গভঙ্গির মাধ্যমে নকল করলাম তিনি বললেন আমাকে এত এত সম্পদ দেওয়া হলেও আমি কারো অনুরোধ পছন্দ করব না।

হে বিশ্বাসীগণ তোমরা সাধারণভাবে অন্যের ব্যাপারে আন্দাজ-অনুমান করা থেকে বিরত থাকো আন্দাজ অনুমান কোন কোন ক্ষেত্রে গুনাহের কাজ অন্যের ব্যক্তিগত ব্যাপারে গোয়েন্দাগিরি করো না কারণ উপস্থিতিতে গীবত পরনিন্দা করনা তোমরা কি মৃত ভাইয়ের মাংস খেতে চাও না তোমরা তো ঘৃণা করো গীবত করা আর মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান তোমরা সবসময় আল্লাহর সচেতন থাকো নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী পরম দয়ালু।

ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির দিন লোকদের উদ্দেশ্যে একটি খুতবা দিলেন তিনি বললেন হে লোকসকল আজকের এই দিনে কোন দিন সকলেই বললেন সম্মানিত দিন অতঃপর তিনি বললেন এই শহরটি কোন শহর তারা বললেন সম্মানিত শহর অতঃপর তিনি বললেন এই মাছটি কোন মাস তারপর বললেন সম্মানিত মাস তিনি বললেন তোমাদের রক্ত সম্পদ তোমাদের ইজ্জত-সম্মান তোমাদের জন্য তেমনি সম্মানিত যেমন সম্মানিত তোমাদের এই দিন এই শহরেই মাস এই কথাটি তিনি কয়েকবার বললেন পরে মাথা উঠিয়ে বললেন হে আল্লাহ আমি কি পৌঁছেছি হে আল্লাহ আমি কি পৌঁছেছি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন হে সত্তার কসম জারপা আমার প্রাণ নিশ্চয় এই কথাগুলো ছিল তার উম্মতের জন্য ওসিয়ত নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন উপস্থিত উপস্থিত ব্যক্তির কাছে পৌঁছিয়ে দেয় আমরা পরে তোমরা পরস্পর পরস্পরকে হত্যা করে উপরের দিকে প্রত্যাবর্তন করোনা।

আবু বাকরা রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবর অতিক্রম করার সময় বলেন নিশ্চয়ই এই দুই কবরবাসী শাস্তি দেওয়া হচ্ছে এবং তাদেরকে কোন কঠিন অপরাধের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না এদের একজনকে পেশাবের কারণে শাস্তি দেওয়া হচ্ছে অপরজনকে গীবত করার কারণে শাস্তি দেওয়া হচ্ছে। সাঈদীর সাঈদ রাদিআল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্য ভাবে কোন মুসলিমের মান-সম্মানের করা ব্যাপকতর সুদের অন্তর্ভুক্ত।

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেনঃ যারা ঈমান এনেছে কিন্তু ঈমান অন্তরে প্রবেশ করেনি তোমরা মুসলমানদের করবে না তো দুষ্টুমি করবে না কারণ যারা তাদের দোষ ত্রুটি খুঁজে বেড়াবে আল্লাহ তাদের যষ্টি খুঁজবেন আর আল্লাহ কারো দোষ ত্রুটি তালাশ করলে তাকে তার ঘরের মধ্যেই অপদস্থ করে ছাড়বেন। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম তখন দগ্ধ দূষিত বায়ু প্রবাহিত হলে তিনি বললেনঃ তোমরা জানো কি এটা হল মুমিনদের গীবতকারীর বায়ু।
download (11).jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!