আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভাল আছি।
আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ধর্মীয় মূল্যবোধ কিভাবে আমাদের জাগ্রত করতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহতালা আমাকে সে বিষয়ের উপর কিছু আলোচনা আলোচনা করার তৌফিক দান করুন আমিন।
ধর্মীয় মূল্যবোধ শিক্ষার অনুপস্থিতি অপরাধীর জন্ম দেয় বর্তমানে পারিবারিক ও সামাজিক ভাবে ধর্মীয় মূল্যবোধ ও শিক্ষা উপেক্ষিত অপরদিকে বিনোদনের নামে অনলাইন গেমস এবং নাটক-সিনেমায় সংঘাত-সংঘর্ষ হানাহানি-মারামারি হিংসা-বিদ্বেষ ইত্যাদি শেখানো হয়।
কিন্তু এভাবে আর কতদিন আর কত নিরীহ প্রাণ ঝরে পড়বে আর কত মায়ের বুক খালি হবে এর কি শেষ নেই এর শেষ দেখতে ধর্মীয় মূল্যবোধ শিক্ষা হৃদয়ে ধারণ করতে হবে কারণ ধার্মিক লোকেরা আত্মার পবিত্রতায় বিশ্বাস করেন।
আর পবিত্র আত্মায় মানুষকে উন্নতির পথে পরিচালিত করে এবং ভূত বিশ্বাসকে শাণিত করে ধর্ম মানুষ সত্যের বিকাশ ঘটায় এবং আত্মাকে পরিশুদ্ধ করে আর ধর্মের মাধ্যমে আত্মিক উন্নতি সাধন ও নৈতিক শক্তি অর্জন সম্ভব হয় বিপদে ধৈর্য এবং আনন্দে থাকার শিক্ষা দেয়।
তাই প্রকৃত ধার্মিক ব্যক্তিগত মত হয়ে থাকেন তাদের কাছে জাতিভেদ ধর্মভেদ গৌণ হয়ে থাকে ইসলাম হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান বিশ্বের প্রায় সব ধর্মই সংঘাত নয় বিশ্বাসী সব ধর্মেই মানবতার নির্দেশ এবং অমানবিকতার নিষেধ আছে।
মানবসেবা ও সৃষ্টি সবাইকে সব ধর্মই পূর্ণ পূর্ণ জ্ঞান করে এছাড়া সব ধর্মেই সহনশীলতা ও সহিষ্ণুতার নির্দেশ আছে অন্যদিকে সংঘাত-সহিংসতা নিষেধ আছে সব ধর্মেই হত্যা-খুন চুরি-ডাকাতি অনাচার ব্যভিচার মারামারি অনৈতিক অপরাধ সব ধর্মে নিষিদ্ধ।
অন্যদিকে সততা ন্যায় পরায়নতা উপকারিতা আতিথেয়তা সৃষ্টির সেবা ইত্যাদি গুণাবলীর সব ধর্মের আদিষ্ট উদারতা সহমর্মিতা সহানুভূতিকে সব ধর্মেই উৎসাহিত করা হয়েছে অন্যদিকে কঠোরতা সংকীর্ণতাকে সব ধর্মেই নিরুৎসাহিত করা হয়েছে।
তাই দেশের চলমান ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে ধর্মীয় চেতনায় উজ্জীবিত হওয়ায় বিকল্প নেই আল্লাহপাক সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন।
সম্মানিত বন্ধু আজকের এই ছোট্ট আর্টিকেলটি এই পর্যন্তই, আল্লাহ রব্বুল আলামীন আমাদের আমল করার তৌফিক দান করুক এবং আমরা সকলে ভালো থাকে সুস্থ থাকে,আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকলকে ভাল এবং সুস্থ রাখুক এই দোয়াই সকলের জন্য করি, সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।
Congratulations! This post has been upvoted by the @blurtcurator communal account,
You can request a vote every 12 hours from the #getupvote channel in the official Blurt Discord.Don't wait to join ,lots of good stuff happening there.