বিসমিল্লাহির রহমানির রাহিম।
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ সম্মানিত বন্ধুগন আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি, শুরু করছি পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে।
আজকে আপনাদের সামনে আলোচনা করব::
খ্রিস্টপূর্ব 300 সালে গ্রিট দর্শনের উৎপত্তি
এই বিষয়ে কিঞ্চিৎ পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ
ঈসা আলাইহিস সালাতু সালামের জন্মের পূর্বে ইউরোপের ইউনান অঞ্চলে, এমন একটি মতাদর্শ প্রচলিত হয়। যা ইলমে ওহীর ও মানুষের মাঝে মত দ্বন্দ্ব সৃষ্টি করে।
আল্লাহ তাআলার ভাবনা ও ইলমে ওহীর দিকনির্দেশনা ব্যতীত মানুষ মানুষের বুদ্ধি অনুযায়ী জীবন পরিচালনার আন্দোলন শুরু হয়।
এই আন্দোলন অনেক প্রসিদ্ধ দার্শনিক জন্ম দেয়।চাঁদের মধ্যে এরিস্টোটল ও প্লেটো অনেক প্রসিদ্ধি পেয়েছিল। যেখানে এমন সব আলোচনা ও কার্যক্রম শুরু হয়,সমস্যার সমাধান শুধুই বুদ্ধি ধরা পড়া শুরু করে।
এই দার্শনিকদের বিশ্বাসগুলো ছিল আসমানী কিতাব গুলো আকিদার সাথে সংঘর্ষিক, বিশেষ করে তাকদীরের আকিদার বিপরীত।
তাদের দৃষ্টিভঙ্গি ছিল, কেউ অসুস্থতার কারণে মারা গেলে ধর্মের দেওয়া বক্তব্য সব আল্লাহতালার ইচ্ছাতে হয়েছে, তা ভুল। কারণ, তার কাছে যদি টাকা থাকতো, এবং সে চিকিৎসা করা তো। তাহলে সে বেঁচে যেত, তারা বলে ধর্ম মানুষকে অসীমের মত নেশাগ্রস্থ করে রাখে, মানুষের মধ্যে এমন ক্ষমতা আছে, যার দ্বারা সে নিজেই নিজের সব সমস্যার সমাধান করতে পারে। কিন্তু ধর্মের মানুষকে এই কাজের অনুমতি দেয় না। তাই মানুষকে ধর্মের বাঁধন থেকে মুক্ত করতে হবে।
মোটকথা এই সমস্ত দার্শনিক প্রকাশ্য আসমানী ধর্মের বিরোধিতা শুরু করে।যার ফলে মানুষ নিজেদের সমস্যাগুলো সমাধানের আল্লাহ প্রদত্ত শিক্ষার বিপরীতে নতুন শিক্ষা ও দর্শন করতে শুরু করে। তারা ধর্মের বিরুদ্ধে 20 ডলার শুরু করে।এবং মানুষকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমল করার দিকে উদ্বুদ্ধ করার পরিবর্তে মনগড়া পথে পরিচালিত করতে থাকে।
আর এখান থেকেই মানুষ সব সমস্যা শুধু বুদ্ধির দ্বারা সমাধানের এক নতুন চিন্তা ধারা ও দর্শনের জন্ম নেয়। শুরুতেই এই দার্শনিকদের গোমরাহ মতাদর্শ কোন সমাজে স্থান পায়নি। চাইতা ইহুদি সমাজ হোক বা হিন্দু সমাজ। বরং তাদেরকে ধর্মহীন ও ধর্মবিরোধী আখ্যা দিয়ে খুব কঠোরতার সাথে দমিয়ে রাখা হয়।দর্শন এর বইগুলো আরবি অনুবাদ করানো শুরু করে,
এই অনুবাদ গুলোর মধ্যে মোটা জেলার ফেতনার উৎপত্তি হয়,শুধু মানুষের বুদ্ধির উপর নির্ভর করে আকাইদ ও ইলমে সালামের নতুন নতুন আলোচনা সামনে আসতে শুরু করে। যা উম্মতের মধ্যে নতুন সব ইটনার দরজা খুলে দিতে থাকে। হক পন্থী আলিমগণ এই সমস্ত ফিতনা খুব ভালোভাবে মোকাবেলা করে, এবং দলিল এর মধ্যে এগুলো বাতিল হওয়ার বিষয়টি সুস্পষ্ট করে দেন। কিন্তু অপর দিকে কয়েক যুগ পর পশ্চিমা খিষ্টান দের মাঝে, এই সমস্ত ফালতু চিন্তা ধারা ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে থাকে, ফার্সি বিপ্লব ছিল এই সমস্ত চিন্তা ওই ফসল আজ এই ধর্মহীনতা নয় পুরো দুনিয়াতে রাজত্ব করে বেড়াচ্ছে।
এই পর্যন্তই সকলকে পড়ার জন্য অনুরোধ করছি।
আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।
Congratulations! This post has been upvoted by the @blurtcurator communal account,
You can request a vote every 12 hours from the #getupvote channel in the official Blurt Discord.Don't wait to join ,lots of good stuff happening there.