বিসমিল্লাহির রহমানীর রহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ আশাকরি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকের আলোচ্য বিষয় হল আজকে জুমার দিনে এক জায়গায় দাওয়াত খেতে গিয়েছিলাম সেই জায়গায় যাওয়া এবং তার সম্পর্কে কিছু আলোচনা করব। আশা করি সকলে আমার লেখা দিয়ে শেষ পর্যন্ত পড়বেন এই আশায় আজকের লেখা শুরু করছি।
আজকে জুমার নামাজ আদায় করার পর হঠাৎ বাড়ীতে আসলাম বাড়ীতে আর সভ্য আমার পার্শ্ববর্তী একজন ভাই সেও আমার মত একজন হুজুর সে আমাকে বলল যে ছোট ভাই চলো আজকে এক জায়গায় দাওয়াত আছে। আমি তার কথা শোনার পর বললাম কোথায় তখন সে আমাকে বলল বাড়ি থেকে কিছুটা দূরে।
তখন আমি তার কথা শোনার পর বাড়ি থেকে বেরিয়ে গেলাম এবং তার অপেক্ষা করতে লাগলাম কখন সে তার বাড়ি থেকে আসবে কার অপেক্ষায় থাকার পর অনেকটা সময় পর সে আসলো আসার পর তার মোটরসাইকেল আছে তার মোটরসাইকেলে আমি চলে আসলাম। কার মটরসাইকেল আছো তারপর সে আমাকে বলল যে আরেকজন হুজুর আসবে সেও আমাদের সাথে যাবে সেখানে দাওয়াত খাওয়ার জন্য। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে কোথা থেকে আসবে আর একজন হুজুর। তখন প্রতি উত্তরে সে আমাকে বলল যে আমাদের মসজিদের ইমাম সাহেব আসবে।
আমি তাকে বললাম যে ইমাম সাহেবকে নিয়ে আসার জন্য আমরা তাহলে এগিয়ে যাই তা না হলে হয়তো বা ইমাম সাহেবের আসতে দেরি হয়ে যেতে পারে। সে আমাকে বলল তুমি ভালো কথা বলেছ আমরা যদি আমাকে এগিয়ে আনতে যায় তাহলে হয়তোবা তাড়াতাড়ি আনা হবে শিমুল কথা শুনে ইমাম সাহেবকে আনার জন্য আমরা এগিয়ে গেল মসজিদের দিকে আয় মসজিদের দিকে যাওয়া করেছি তার কিছুক্ষন পরেই দেখি ইমাম সাহেব আমাদের থেকে আসছেন কারণ ইমাম সাহেবকে ফোন করেছিল যে আপনাকে দাওয়াত খাওয়ার জন্য যাবেন কিনা তখন ইমাম সাহেব বলেছিল সে যাবে সে কারণেই তাকে রাস্তার দিকে এগিয়ে আসার জন্য বলা হয়েছিল তখন সে আমাদের জন্য রাস্তার দিকে এগিয়ে আসছে।
পর আমরা তিনজনেই রওনা করলাম গন্তব্যের দিকে কিছুদূর যাওয়ার পর আমার সেই ভাই বলল যে গাড়িতে এক বোতল তেল নিয়ে নেই তাহলে হয়তোবা ভালো হবে কারণ কখন কোথায় গিয়ে বন্ধ হয়ে যায় বলোতো যায় না এ কারণে আমরা এক বোতল তেল ভরে নিলাম মরার পর আমরা যে করেছিল সে বাড়িতে গেলাম সে বাড়িতে যাওয়ার পর বারিতে গিয়ে সবার সাথে সাক্ষাৎ করলাম মোটামুটি ভালই খাওয়া-দাওয়া করা হলো। এরপর আমরা চলে গেলাম অন্য একটা বাড়ি সে বাড়িতে যাওয়ার পর দেখলাম সেখানে ইমাম সাহেবের একজন বোন থাকে সে তার বোন কে দেখার জন্য গেল সেখানে যাওয়ার পর তাকে দেখে ভালই লাগলো দেখে আমরা তারপর চলে আসলাম বাড়ীতে এই ছিল আজকের কথা।