বিসমিল্লাহির রহমানীর রহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ সম্মানিত সাথী ও বন্ধুগণ আশাকরি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে এবং আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকের আলোচ্য বিষয় হল তাকওয়ার উপকারিতা। এ বিষয়ে আমি সামান্য পরিমাণ আলোচনা করবো যদি আপনারা ভালো করে আমার আলোচনাটি শুনুন তাহলে আশা করি আপনাদের ফায়দা হবে ইনশাআল্লাহ।
তাকওয়া এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যার ওসিয়ত আল্লাহতায়ালা তাঁর পূর্বাপর সকল বান্দাদেরকে করেছেন ও তা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা এরশাদ করেন। আর তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহকে ভয় করো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হযরত ইমাম আহমদ ইবনে আলী রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজের খুতবা দিতে শুনেছি তিনি বলেন তোমরা তোমাদের রবের তাকওয়া অর্জন করো পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করো তোমাদের রমজানের সিয়াম পালন করো তোমাদের সম্পদের যাকাত দাও।
তোমরা তোমাদের নেতাদের অনুসরণ করো অতঃপর তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করো অনুরূপভাবে তিনি যখন কাউকে যোদ্ধা বিধানের দায়িত্ব দিয়ে বরণ করতেন তাকে তিনি বিশেষভাবে নিজের ব্যাপারে আল্লাহর তা গ্রহণ করা এবং মুসলমানদের ব্যাপারে কল্যাণ কামনা করার ওসিয়ত করতেন। তাকওয়া অর্থ আল্লাহর তাকওয়া অর্জন করার অর্থ বান্দা যে জিনিসকে ভয় করে যেমন আল্লাহর রাগ শান্তি ও অশান্তি থেকে বাঁচা ও তার থেকে সুরক্ষার জন্য আল্লাহর আনুগত্য করা ও তার নাফরমানি থেকে বিরত থাকা বিখ্যাত সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তা'আলা আনহু হযরত উবাই ইবনে কাব তাকওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জবাবে বলেন আপনি কি কখনো এমন পথে হেঁটেছেন যেখান ক্ষার চতুর্পাশে থাকে কাটা দায়ক বৃক্ষ উত্তরে হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন হে কাঁটা দায়ক রাস্তায় এমন ভাবে হাঁটতাম যে আমার কাপড় বা শরীরে কোন জায়গায় যাতে কাটা না লাগে অর্থাৎ নিজেকে অত্যন্ত গুটিয়ে সাবধানতার সাথে চলতাম তখন হযরত উবাই ইবনে কাব রহমানকে বললেন এটাই তাকওয়া।
তথা জীবনের বাঁকে বাঁকে নশ্বর এই পৃথিবী চতুর্পাশে পাপ আর গুনাহের ছয়লাপ থাকবে সেই আর গুনাহের পথে না চলে নিজেকে অত্যন্ত সাবধানতার সাথে পরিচালিত করতে হবে যাতে কোন প্রকার ভুনা আল্লাহকে ভয় নিজের ভেতর প্রকাশ না করতে পারে।হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু তাকওয়া অর্জন কারী মুত্তাকির সংজ্ঞায় বলেন মুত্তাকিন তারা যারা আল্লাহ এবং তাঁর শাস্তিকে ভয় করে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তা'আলা আনহু আল্লাহতায়ালার বানী উল্লেখ করে এর প্রসঙ্গে বলেন তাকওয়া হচ্ছে আল্লাহর আনুগত্য করা এবং নাফরমানীর না করা আল্লাহর অনুসরণ করা তাকে ভুলে না যাওয়া তার শুকর আদায় করা করি না করা কারো অর্থ অনেক অর্থ রয়েছে। সেগুলো এই ক্ষুদ্র রিসালায়ে আনা হয়নি।