ইসলামিক কিছু কথা

in instablurt •  3 years ago 

বিসমিল্লাহির রহমানীর রহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ সম্মানিত সাথে বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আজকে আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যে বিষয়টি হয়তোবা আপনারা কখনো শোনেননি। ঈমানের পর নামাজ হলো ইসলামের প্রধান ইবাদত আল্লাহ তা'আলা মানুষের উপর প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ বা আবশ্যক করেছেন আর এই নামাজকে যথা সময়ে আদায় করা অবশ্যক করেছে আবার কোন ব্যক্তির ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া কে কুফুরি কাজের সঙ্গে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অথচ এমন অনেক মানুষ আছেন যারা আল্লাহর হুকুম পালনে নামাজ আদায় করেন ঠিকই কিন্তু তাদের নামাজ কবুল হয় না হাদিসে পাখি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ব্যক্তির কথা উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম বলেছেন তিন ব্যক্তির নামাজ আসমানের উপর ওঠার ক্ষেত্রে তাদের কান অতিক্রম করে না একদম পলাতক স্ত্রী বা পলাতক ক্রীতদাস যতক্ষণ পর্যন্ত সে ফিরে আসে দুইনাম্বার এমন স্ত্রী স্বামী তার উপর রাগ অবস্থায় রাত কাটিয়েছে এবং তিন নাম্বার হল যাকে অপছন্দ করে তার নাম্বার গণকে হাত দেখালে নামাজ কবুল হয় না গণকে হাত দেখালে নামাজ কবুল হয় না নিজের জীবনের ভালো-মন্দ জানার আগ্রহ নিয়ে কোনো গণকে হাত দেখালেও ওই ব্যক্তির 40 দিনের নামাজ কবুল হয় না আর যদি কোন কথায় বিশ্বাস স্থাপন করে তবে ওই ব্যক্তির সীমাহীন হয়ে যাবে এক্ষেত্রে এসেছে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন নবী সাল্লাল্লাহু সাল্লাম গুরুত্বপূর্ণ করে মানুষের প্রথম বলেছেন প্রিয় দর্শক আজকে আমরা এই ভিত্তিতে এই দুইটি বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ

আপনারা পরবর্তীতে আলোচনাটি শুনবেন এবং সামনে মুসলমানের মধ্যে থাকলে তার পতন হবে সুতরাং আলোচনাটি শেষ পর্যন্ত পড়বেন সহনশীলতা পরিশ্রম কষ্ট বিরক্ত গুরুত্বপূর্ণ জীবন যাপন এসব মুমিনের জীবনের অন্যতম বৈশিষ্ট্য দুঃখ আনন্দ উৎসব সময়ে মুমিন এজাতীয় জীবন-যাপনে অভ্যস্ত হবে কখনো পরিপূর্ন সুখ থাকবে না কখনো পরিপূর্ণ দুঃখ থাকবে না 23 মাচ মুমিনের জীবন অতিবাহিত করে প্রকৃত মুমিন কখনো আরাম প্রিয় হতে পারে না এমনকি সে পরিশ্রম কোমলতা প্রিয় অসুখ প্রত্যাশী কখনো সে হতে পারে না এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রিয় সাহাবী রদিয়াল্লাহু তা'আলা আনহু কবে পাঠাচ্ছেন এই সময় তিনি তাকে কিছু নসিহত করেছিলেন বলেছিলেন হেমা আরামপ্রিয় তা থেকে বিরত থাকবে কেননা প্রকৃত মুমিন হতে পারেনা মিশকাত শরীফ এছাড়াও হযরত উল্লেখ করেন।
Uploading image #NaN...

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!