Sergel 20mg. গ্র্যাস্টিকের সমস্যা হলে খালি পেটে খাবেন। আলচারের সমস্যা কিন্তু গ্যাস্ট্রিক না। গ্যাসের সমস্যা যাদের আছে তাদের জন্য করণীয়, খাবার ভাল করে চিবিয়ে খাবেন, খাবারের ২০ মিনিট পর পানি খেতে চেষ্টা করবেন, ভাজাভুজা অতিরিক্ত মসলা জাতিয় খাবার হতে বিরত থাকুন। ঔষধ কে না বলুন।
viset 50mgবা Algin50mg যে কোন পেট ব্যথ্যা বা মহিলাদের পিরিয়ডের সময় ব্যথ্যা হলে খাবেন।
গরম পানি কাঁচের বুতুলে রেখে ছ্যাকা দিলে উপকার পাবেন, এটা আমিও করি,। সেই সময়টাতে কুসুম গরম পানি খাবেন, গরম গরম খাবার খাবেন। বাসি খাবার কে না বলুন। বাসি খাবারের জন্য পেটের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়।
.Napa Extra বা Napa Extrend জ্বর বা ব্যথ্যা হলে খাবেন।কারো যদি শরীরে জ্বর আসে আর সাথে সর্দী থাকে তাহলে কি করবেন?
Oradin tab. 1+0+1 (3 days)
Napa tab. 1+1+1+1 (৬ ঘন্টা পরপর ৩দিন)
তিনদিনেও যদি জ্বর ভাল না হয়। তাহলে এন্টিবায়োটিক শুরু করতে হবে।
Zimax 500mg tab. ০+0+1 (5 days or 7days)
Napa tab. 1+1+1 (জ্বর থাকলে খাবেন)
জরুরী সমস্যা বেশী মনে হলেই আমাকে নক করতে পারেন, আমার মেসেন্জারে,ডাক্তারের পরামর্শ বাদে ঔষধ খাবেন না, তরল জাতিয় খাবার বেশি খাবেন। পানি ৩ লিটার খাবেন। জ্বরের সময় কিছু খেতে ভাল লাগে না জোর করে হলেও খাবেন। জ্বর নিয়ে আমার আগের লেখা পোষ্ট আইডিতে আছে পড়ুন।
.Ecosprin 75mg.বুকে চাপ চাপ ব্যথ্যা হলে খাবেন।
রেষ্টে থাকবেন, চুপ থাকবেন, নিরব থাকতে চেষ্টা করুণ।
Flazyl400mg বা Filmet400mg.পাতলা পায়খানা হলে খাবেন। ঔষধের আগে ওরস্যালাইন খাবেন,। তরল জাতিয় খাবার খাবেন।
Tufnil 200mgপ্রচন্ড মাথা ব্যথ্যা হলে খাবে।
মাথা ব্যাথা হলে চুপ থাকবেন,রাগারাগি করবেন না, ঝগড়া করবেন না, টেনশান করবেন না, ঘুম আপনার জন্যই আসল ঔষধ। আমার অন্য পোষ্ট দেখুন মাথা ব্যথা নিয়ে করা।
.Rolac10mg বা Tory 90mg দাঁত ব্যথ্যা হলে খাবেন।
কুসম গরম পানির মাঝে লবণ দিয়ে কুলকুচি করুণ, পেয়ারার কচি পাতা চাবানো হলেও ব্যথা কমে।
.Rupa10 mgবা Fexo 120 mg স্বদি ঠান্ডা, কাশি বা এলার্জি হলে খাবেন। এলার্জি জাতিয় খাবার এড়িয়ে চুলুন।
. Emistat 8mg বমি হলে খাবেন।বমি হলে লেবুর পাতা নাকে সুখবেন। বাসে ওঠলে বমি হলে সামনে জানালার কাছে বসুন, ঘুমের বান করে থাকুন।
Tenoloc 50mgবা Amdocal 5mg হঠাৎ প্রেশার বেড়ে গেলে খাবেন। লেবুর শরবত, তেতুলের শরবত ও খেতে পারেন, ঘাড়ে লেবু দিয়ে মেসেস করুণ, মাথায় পানিও দিতে পারেন।
প্রাথমিক চিকিৎসা হিসাবে ঔষধ গুলোর নাম তুলে ধরছি।
বিঃদ্রঃ ডাক্তারের পরামর্শ বাদে নিজে নিজে ঔষধ খাওয়া হতে বিরত থাকুন। আমার পোষ্ট লেখার উদেশ্য জানার জন্য শুধুই।নিজে নিজে কিনে ঔষধ খাওয়ার জন্য না। বিস্তারিত সমস্যার কথা বলে একটা মেসেস করলে আমাকে চেষ্টা করবো পরামর্শ ও ঔষধ লেখে দিতে। আমার লেখে দেওয়া ঔষধ যাচাই করে খাবেন,
প্রচারে আপনাদের নগন্য সেবিকা রোকসানা ইয়াসমিন রোকেয়া