The sylhet city -1

in instablurt •  2 years ago 

images (4).jpeg
বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।
বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভাল আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজ আমি লিখতে যাচ্ছি আমার প্রাণের শহর সিলেট কে নিয়ে।
৩৬০ আউলিয়ার দেশ হচ্ছে সিলেট। সিলেটের মাটি তে শুয়ে আছেন হযরত শাহজালাল। আছেন হযরত শাহজালাল এর ভাগ্নে হযরত শাহপরান। মূলত এই দুইজন আউলিয়ার জন্য সিলেটের মাটিতে ইসলাম ধর্ম স্বাধীনতা অর্জন করে। এর আগে সিলেটে রাজত্ব করতো ইহুদি রাজা গৌর গোবিন্দ । তুই ইয়ামান থেকে আগত হযরত শাহজালাল (রা) ধন্যবাদ আমাদের সিলেট ভুমি। হযরত শাহজালাল (রা) এর আগমনের ভয়ে ভীত হয়ে পড়ে রাজা গৌর গোবিন্দ। প্রতিরোধ করার জন্য নানা কৌশল গ্রহণ করে। নদী থেকে সমস্ত নৌকা সরিয়ে দেয়া হয়। হযরত শাহজালাল জায়নামাজের মাধ্যমে প্ল্যানের মত উড়ে নদীর পাড়া হন তাহার সাহাবী গণ নিয়ে।
আযানের ধ্বনিতে ভেঙে চুরমার হয়ে যায় ইহুদি রাজা গৌর গোবিন্দের প্রাসাদ। অবসান ঘটে রাজা গৌড় গোবিন্দের শাসন। মুসলিম পরিবার স্বাধীনতা ফিরে পায়।
সিলেট হচ্ছে প্রাকৃতিক সম্পদের ভরপুর। ।সিলেটের মাটির নিচে রয়েছে প্রাকৃতিক গ্যাস, ও বিভিন্ন প্রকারের খনিজ সম্পদ। এছাড়া ও সিলেটের চা বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।
সিলেটকে দ্বিতীয় লন্ডন ও বলা হয়।
সিলেটে এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের অনেক অনেক পর্যটন কেন্দ্র। যার মধ্যে অন্যতম হচ্ছে জাফলং , বিছনাকান্দি, মাধবকুণ্ড, চা বাগান, ইত্যাদি। এছাড়া জাফলংয়ের পাথর উল্লেখযোগ্য।
কিন্তু এ বছর বন্যার কারণে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয় সিলেট। প্রায় প্রতিবছরে সিলেট বন্যা হয়ে থাকে। স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও নদী চুক্তি করতে পারেনি বাংলাদেশ সরকার। যার জন্য প্রতিবছরই ক্ষতির সম্মুখীন হচ্ছে সিলেটবাসী সহ সারা বাংলাদেশ। এই নদীর চুক্তি করতে পারলে বাংলাদেশ প্রায় প্রতিবছর অনেক টাকার ক্ষতি থেকে বাঁচতে পারবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!