বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম,
মন দিয়ে উক্তি গুলো পড়ুন,আপনার জীবন বদলাতে সাহায্য করবে।
*জীবনে এই Attitude টা বজায় রাখুন,যে যেমন তার সাথে সেই ভাষায় কথা বলুন।
*কিছুটা সময় একা থাকুন।তাহলেই আপনি সত্য এবং মিথ্যা, ঠিক এবং ভুল, আপনজন এবং পরের মধে পার্থক্য বুঝতে পারবেন।
★যারা কারো ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠে, তারাই জানে ভালোবাসার কতো মর্ম।
★যখন মানুষ আপনাকে নকল করতে শুরু করবে, তখন বুঝে নিবেন আপনি সফলতার দিকে এগোচ্ছেন।
★অপরকে impress করার দরকার নেই,নিজের মধে improvement আনুন,মানুষ নিজে থেকেই impress হয়ে যাবে।
★মন থেকে যারা সহজ সরল হয়, বেশির ভাগ সময় দেখা যায় যে তারাই জীবনে একা থাকে।আর এটাই জীবনের চরম সত্য
★নিজের ক্ষমতাবলে বেচেঁ থাকুন,কারণ আপনি নিজের থেকে ভালো বন্ধু আর একটাও খুঁজে পাবেন না।
★ জয়ী হওয়ার পরে সারা দুনিয়া আপনাকে কাছে টেনে নিবে, কিন্তু আপনি হেরে যাওয়ার পরেও যে আপনাকে কাছে টেনে নেয় সে-ঈ হলো আপনার সব থেকে আপনজন।
★কাউকে না চিনেই তাকে বিশ্বাস করা এবং পরিশ্রম ছাড়া কোনো কিছু পাবার আশা করা, উভয় ক্ষেত্রেই বিশ্বাস ভাঙ্গার সম্ভাবনা থাকে।
★নিজের কাছে বিশ্বস্ত থাকুন,যে আপনাকে দুখ দিয়েছে তাকে জীবন থেকে বিতারিত করুন।
★দুনিয়ার মধে আপনি যতই হাসুন, খেলুন না কেন,কিন্তু যখন আপনি একা থাকবেন তখন তার কথাই মনে পরবে যে আপনার মনে মধ্যে আছে।
★দুঃখের একটা নিজস্ব স্টাইল আছে,যার যত বেশি সহ্য করার ক্ষমতা আছে দুঃখ তাকেই বেশি ভালোবাসে
★বদলানোটা যার অভ্যাস সে কখনোই কারো আপন হয় না,সেটা সময় হোক বা কোনো মানুয়।
★ভাগ্যের উপড় নয়,বরং পরিশ্রমের উপড় ভরসা রাখুন।দেখবেন একদিন আপনি অবশ্যই সফল হবেন
★সবার থেকে পরামর্শ নিন,কিন্তু সেটাই করুন যেটা আপনার মন বলবে।
★মানুষের চেহারা দেখে কখনো ভুলোমোনা হবেন না,কারণ চেহারার থেকে বড় মুখোশ আর কিছু নেই।
★অর্থের গুরুত্ত তখন বোঝা যায়, যখন মানুষ সেটা নিজে উপার্জন করে।
★আজকাল মানুষ মন থেকে দেওয়া সম্মানে খুশি হয় না।বরং যারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য তেল দেয়, তাদের জন্য গর্ব অনুভব করে
★যে মানুষ নিয়ম মেনে দিনের কাজ দিনে করবে, সে মানুষ একদিন গোটা বিশ্বে রাজত্ব করবে।