মানুষের জীবন কতো অদ্ভুত তাই না?চাওয়া পাওয়ার মধ্যে লড়াই করতে করতে জীবনের শেষ সময় টুকু ও চলে যায়।
কেউ পায়,আবার কেউ হারায়।হোক সেটা যেকোনো কিছু।কেউ ধন সম্পদ পায়, কেউ বা হারায়,আবার কেউ পায় না?
কেউ উচ্চ শিক্ষায় শিক্ষিত,আবার কেউ বা অভাবের তারনায় লেখাপড়া টা কন্টিনিউ করতে পারে না।পরিবারের হাল ধরার জন্যে তাকে সব কিছু ছেড়ে দিয়ে কাজে নেমে পড়ে।
কারো প্রতিভা আছে কিন্তু অভাবের জন্য সেটা কাজে লাগাতে পারে না, আবার কারো টাকা আছে কিন্তু প্রতিভা নেই।আবার কেউ কেউ আছে যাদের অর্থ,প্রতিভা সব আছে, কিন্তু সেটা কাজে লাগাতে চায় না।কেউ বা হয় সফল
কেউ খুজে ভালোবাসা, কেউ খুজে অর্থ,কেউ বা খুঁজে সম্মান।
কেউ হয় ফর্সা,কেউ হয় কালো।
তফাৎ শুধু রং -এর।কেউ ভালোবাসা পায়, আবার কেউ পেয়েও হারিয়ে ফেলে।
কেউ হয় রাগি,কেউ হয় সহজ সরল।কেউ বুদ্ধিমান,আর কেউ বোকা।কেউ একটু সুখের জন্যে সব কিছু বিলিয়ে দেয়,আর কেউ নিজের সুখ বিক্রি করে দেয় দুই বেলা দু-মুঠো খাবারের জন্যে।
জীবনে কেউ পায় সফলতা,আর কেউ সফলতার জন্যে লড়াই করতে করতে ও সফলতা পায় না।
কেউ জিতে, আর কেউ হারে।
কেউ জিতে গিয়েও হেরে যায়, আর কেউ হেরে যেতে যেতে জিতে যায়।
এরই নাম হয়তো জীবন।
আসলে এই সব কিছুই নিয়ে মানুষের জীবন সীমাবদ্ধ না, জীবন আরো গভীর।
হাসি, কান্না,চাওয়া পাওয়া এসবের মধেই মানুষের নিহিত থাকে।
সময় এবং নদীর স্রোত কারো জন্যে থেমে থাকে না।জীবনও ঠিক তেমন।কারো জন্যে থেমে থাকে না।
প্রতিদিন সকাল হলে কেউ অফিসে যায়,আবার কেউ খাদ্যের তারনায় কাজের সন্ধানে বেরিয়ে পড়ে আর রাত হলে ভাবে আগামি কাল সে তার আহারের জন্যে কি করবে।
এসবের মধেই তো জীবন।সবার লাইফ লিডিং এক রকম হয় না। সবার ভালোবাসা এক রকম হয় না।
Because life is not same for everyone... life is struggle. But it's so beautiful. so amazing.