বিসমিল্লাহির রাহমানির রাহিম,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু।
আজকে আমি এমন একজন মানুষকে নিয়ে লিখব যে বাবার পরের সেরা সাপোর্ট। বাবা নামক গাছের ছায়ার পরে যেই ছায়ায় নিজেকে, নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখা যায়, তাকে নিয়ে কথা বলবো।
সেই মানুষটা আর কেউ নয়,তিনি হচ্ছেন আপনার বড় ভাই,আমার বড় ভাই।
সব ফ্যামিলির আর্থিক অবস্থা একই রকমের হয় না।ধনী, দরিদ্র নিয়েই কিন্তু আমাদের এই সমাজ।আবার সমাজের সকল পরিবারের কর্তা বাবা হতে পারে না।কিছু কিছু পরিবার আছে যেখানে বাবাদের বয়সের গন্ডী পেরিয়ে যায়,বা বিভিন্ন কারনে তারা উপার্জন করতে অক্ষম হয়।সেসব পরিবারে বাবার পরে যে পরিবার ধরে রাখতে জানে সেই হচ্ছে বড় ভাই।
আপনি কি জানেন?বড় ভাই মানে মানে কি?
বা বড় ভাই থাকার মানে কি?
বড় ভাই মানে হচ্ছে বাবার পরে সেরা সাপোর্ট।
বড় ভাই মানে হচ্ছে বাবার পরে একটা পরিবারের মুকুট।
বড় ভাই মানে, একটা বোনের সব থেকে নিরাপদ স্থান,।
বড় ভাই মানে, একটা ছোট ভাইয়ের ভবিষ্যৎ।
বড় ভাই মানে, হাজারো কষ্ট মনের ভিতর লুকিয়ে রেখে সবার সামনে এক চিলতি হাসি রাখা।
বড় ভাই মানে মনের মধ্যে লুকিয়ে রাখা হাজারো স্বপ্ন, হাজারো ইচ্ছা ত্যাগ করে পরিবারের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া।
বড় ভাই মানে বাবার পরে পরিবারের আরো একটি ছায়া।
বড় ভাই মানে, ভালোবাসার আরো একটা পরশ যেখানে মন খুলে চাওয়া যায়।
কিছু কিছু ভাই আছে যারা নিজের স্বার্থকে বড় করে দেখে।নিজের স্বার্থ উদ্ধারের পর তারা পরিবারকে ছুড়ে ফেলে দেয়।
বড় ভাই হলেই বড় ভাইয়ের জায়গা বা সম্মান কোনোটাই পাওয়া যায় না যদি না সে তার দায়িত্ব পালন করে।
বড় ভাই হিসেবে অবশ্যই দায়িত্ব পালন করতে হয়।
প্রকৃত পক্ষে একজন বড় ভাই পারে একটা পরিবার ধরে রাখতে, আবার সেই ভাই পারে একটা পরিবার ভেঙ্গে ফেলতে।।
আপনিও হয়তো কারো ভাই।ভাই হিসেবে আপনারও উচিৎ আপনার দায়িত্ব পালন করা।
সব শেষে শুধু এটুকুই বলবো, একজন বড় ভাই তার জীবনের সব স্বপ্ন, ইচ্ছা বিসর্জন দিয়ে আপনাকে বা আপনার পরিবারকে আলোকিত করার ক্ষমতা রাখে। বলতে গেলে তার জীবনের এঞ্জয়মেন্ট এর জন্য কোন সময় পায় না।
তার জন্যে জীবনে কখনো কোনোদিন বড় ভাইকে হেয় করে কথা বলবেন না।কখনো তাকে অসম্মান করবেন না।
আপনাদের/আমাদের উচিৎ তাকে সব সময়, সকল ক্ষেত্রে তাকে সম্মান প্রধান করা।তাকে ভালোবাসা।