সময়ের বিবর্তনে পরিবর্তিত কিছু বিষয় যা শুনতে খারাপ লাগলেও সত্য।

in instablurt •  2 years ago 

বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
বন্ধুরা,
কেমন আছেন সবাই?
আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন।
আজকে আমি আপনাদের সামনে নতুন কিছু উপস্থাপন করব।
আশা করি সবার ভালো লাগবে। আর আমার কথায় ভুল বা বেয়াদবি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন

images (2).jpeg
✳️কবি বলেছেন, প্রথম প্রেম ভুল সময়ে ভুল মানুষটির সাথে হয়❤️।
ইহা একটি মিথ্যা কথা😃।
অভাক হবেন না!কারণ এই আধুনিক যুগে প্রথম প্রেম বলে কিছু নেই।✔️
সবাই শুধু একটা কথাই বলে।সেটা হচ্ছে"একটা গেলে আরেকটা আসবে"।😆 যার জন্যে আধুনিক এই যুগে কারো জীবনেই প্রথম প্রেম বলে কিছু নেই।সবাই একাধিক প্রেমে আসক্ত।✔️
আজ থেকে ১০ বছর আগে ও হয়তো প্রথম প্রেম, প্রথম ভালোবাসা দেখতে পাওয়া যেত।কিন্তু বর্তমানে প্রথম প্রেম সেটা মাত্র কথার কথা।কাজে কর্মে নয়।

✳️"লজ্জা নারীর ভুষণ"।
এই কথাটার সাথে কাজের মিল খুজে পাওয়া অনেক কঠিন।✔️
আধুনিক যুগে ৮০% মেয়েদের লজ্জা বলতে কিছু নেই।✔️টিকটক নামক প্রতিবন্ধী পালিত পরিবারে টিকটকার নামক প্রতিবন্ধী সদস্যদের ভাইরাল হওয়ার লড়াইয়ের ভিডিও দেখলেই সেটা স্পষ্ট বোঝা যায়।✔️আগেকার মানুষ ছিলেন অতি স্বজন প্রিয়। মসজিদে নামাজে না দেখলে তার খোঁজ নেয়ার জন্য বাড়িতে চলে যেত‌। গিয়ে দেখতো মানুষটা অসুস্থ নাকি!
আর এখন দিনের পর দিন যদি কেউ কাউকে না দেখে তাও কেউ কারো খবর নেয় না। বর্তমান যুগের মানুষের া খুবই স্বার্থপর। একটি স্বার্থ উদ্ধারের জন্য তারা যেকোনো পথ অবলম্বন করার জন্য প্রস্তুত। হিংসা, মারামারি, কাটাকাটি কোনটাই আগের দিনে ছিল না।
এখনকার মানুষ ক্লাসের উপর লাশ ফেলে দিতেও দ্বিধাবোধ করে না।
সবাই নাকি বলে আধুনিক সমাজ সভ্য সমাজ। হাহ, আসলেই আধুনিক সমাজটাই অসভ্য, নিকৃষ্ট, বিশৃঙ্খল। একজনের জন্য আরেকজনের মনে নেই কোন মায়া, মমতা, ভালবাসা, স্নেহ ,আদর ।আছে শুধু হিংসা বিদ্বেষ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!