বিসমিল্লাহ রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।
আশা করি সবাই ভাল আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
আজকে আমি গতকালকে ঘটে যাওয়া আমার জীবনের একটা কথা বলতে যাব।
আশা করি সবাই মজা পাবেন 😊।
আসলে দুই দিন আগে আমার পুরো ফ্যামিলি আমার ফুফাতো বোনের বিয়েতে চলে যায়।
তো বাসায় আমি একা ছিলাম।
আর আমি আসলে কিছু রান্না করতে পারি না, মানে জানিনা আর কি 😅।
তো একবেলা ডিম ভাজি করে ফেলছি। কিন্তু পরে দেখলাম ডিম ভাজি খেতে ভালো লাগতেছে না।
অস্বস্তি লাগতেছিলো।
তো পরে আমি আম্মুকে ফোন দিলাম। আম্মু আমাকে বলল যে, ফ্রিজে সব রাখা আছে, তোর যা ভালো লাগে খেয়ে নে।
তারপর আমি ফ্রিজ থেকে একটা ছোট মাছের ডিব্বা বের করলাম। উপরে কষ্ট করে পেঁয়াজ কাটলাম😥।
বুঝিনা ভাই মাইয়া মানুষগুলা পেঁয়াজ কেমনে কাটে ।
চোখ থেকে পানি এমনি এমনি পড়ে😅।
যাই হোক আমি পেঁয়াজ কাটলাম। মাছগুলো আবার ভালো করে ধুয়ে নিলাম।
লবন, মরিচ, হলুদ, যা যা লাগে আরকি সব নিলাম।
তারপর রান্নাতে বসালাম।
বুঝতে পারছিলাম না কিভাবে কি করে। 😅
এভাবে কষ্ট করে রান্নার কাজ শুরু করলাম। হ্যাঁ, তারপর আমার রান্না করা শেষ 😊
তো রান্নার কাজ শেষ। প্রায় আধা ঘন্টা পর খাওয়ার জন্য বসলাম। তারপর যে কথাগুলো ভাই কি বলবো 😥😅। আমি হাসবো নাকি কাঁদবো বুঝতেছিলাম না 😅😭। আমি যখনই সবার মুখে দিলাম,
ওয়াক 🤮🤮। পচা পচা গন্ধ বের হচ্ছে। পরে যখন গতকালকে আমি আম্মুকে বিষয়টা জানালাম তো, আম্মু বলল, তুই তো মনে হয় শুটকির জন্য রাখা পচা মাছগুলো রান্না করে ফেলছিস 🙄। কি আর বলবো এই বিষয়টা জানার পরে আমি এখন ডিপ্রেশনে আছি 😭😭।
আমার জীবনের প্রথম রান্নার এক্সপেরিয়েন্স করলাম আমি পচা মাছ দিয়ে 😥😭😭।
হায়রে কপাল!
ভাই আপনারা যারা নতুন রান্না করবেন আগে চেক করে নিবেন। নাহলে আমার মত অবস্থা পরতে হবে 😅😅😅।
এই ছিল আজকের ঘটনা। আশা করি সবাই মজা পাইছেন। দেখা হবে আবার নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।