Hi all of my blurt blog community and friends.Hope that you guys all are well.Myself also good.Greetings from Bangladesh and welcome to my photography blog.Today I wanna exhibit some photos of my some photography with you guys.
আমি আজকে নিয়ে আসছি শীতকালে সকাল বেলার যে খেজুরের রস আমরা খেয়ে থাকি ৷ খেজুরের রস নিয়ে কিছু বলতে চাই ৷ আমরা কিন্ত বিশেষ করে শীতকালীন সময়ে বেশী করে খেজুরের রস খেয়ে থাকি ৷ কারন এই শীতের সময়ে খেজুরের রস পাওয়া যায় ৷
ভোরের সকালে যে খেজুরের গাছ থেকে খেজুরের রস পাওয়া যায় ওটাই আসল খেজুরের রস আমরা পেয়ে থাকি ৷ খেজুরের রস খেতে অনেক ভারি মজা ৷ এবং অনেক মিষ্টি করে করে খেজুরের রস ৷😋😋
এই ছবিটাতে একটি পেশা মানুষের গল্প আমরা উপলদ্ধি করতে পারি যেমন টা হচ্ছে ৷ এই মানুষটি খুব সকালে উঠে তার পেশা জীবনে বের হয়েছে ৷ কিছু টাকা উপার্জন করবে বলে ৷ এবং তা দিয়ে সংসার চালাবেন তিনি ৷ এই মানুষটির মত আমাদের দেশে আরো অনেক মানুষ রয়েছে যারা কিনা তাদের কর্ম জীবনে যুদ্ধ করে তারা তাদের সংসার চালান অনেক কষ্ট করে ৷
এই ছেলেটাকে দেখলে মনে হয় এর মধ্যে হাজারো সুখ রয়েছে ৷ সবসময় হাসি খুশি নিয়ে জীবন যাপন করতেছে এই ছেলেটি ৷ সবসময় ঘড়তে থাকে ৷ খাওয়ার সময় হইলে খেয়ে আসবে ৷ আর বাকি সময় টা সারাদিন হাসি খুশিতে কাটাবে ৷ আমরা সাধারনত এই হাসি খুশি নিয়ে কখনো জীবন যাপন করতে পারবো না কারন আমাদের প্রচুর পরিমানে টেনশন জমে থাকে মাথায় ৷ কিন্তু আমরা সুখি না ৷ সুখি তো ঐ ছেলেটি ৷ যে কিনা সবসময় হাসি খুশিতে থাককে নিজেকে ভালোবাসে ৷
আমার কাছে এই দৃশ্য টি অনেক সুন্দর লেগেছিল ৷ গাছগুলো সারি সারি হয়ে আছে ৷ কি সুন্দর ধরনের গাছ ৷ তা আবার শিমুল গাছ ৷ পাশে রয়েছে ফসলের জমি ৷ সব মিলিয়ে এই ছবিটির পরিবেশ এক বৈচিত্র ময় ফুটে উঠেছিল ৷
THANKS FOR MY VISITING BLOG
Congratulations, your post has been automatically curated by @ctime
Follow @ctime for more updates and use #iduvts (I Do Not Use Vote Trading Services) tag for higher upvotes
Warning: DO NOT delegate to @ctime or any other accounts (possible scam), My upvotes are always FREE!
Ok ! Thank you bro 🙏🙏
Hi, @biplobpk,
Thank you for your contribution to the Blurt ecosystem.
Please consider voting for the witness @symbionts.
Or delegate to @ecosynthesizer to earn a portion of the curation rewards!