সব সময় জীবন আমাদের ভাবনার মত সুন্দর হয় না।সবাই একটা সুন্দর জীবন চায়।কিন্তু একটা সুন্দর জীবন অর্জন করাটা এতটাও সহজ না।
কিছু কিছু সময় জীবন তোমাকে অনেক কাঁদাবে।যে মানুষটাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে সে তোমাকে ভালো নাও বাসতে পারে।হয়ত তোমার কাছ থেকে দূরত্ব বাড়িয়ে চলবে।হয়ত তুমি তোমার পরিবারের তোমার কাছের মানুষ গুলোকে হারাতে শুরু করবে।হয়ত তুমি যাকে সব থেকে বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই তোমাকে ধোকা দিবে।এভাবে'ই জীবন তোমাকে বার বার আঘাত করবে।আর এক সময় তোমার পীঠ দেয়ালে ঠেকে যাবে।
তুমি অসহায় হয়ে ঘরের কোণে পড়ে থাকবে।আর সৃষ্টিকর্তাকে একটাই প্রশ্ন করবে;
কেন আমার সাথে কেন,কেন আমার সাথে এরকম বার বার হয়?কেন আমার জীবনে এত সমস্যা?কেন আমার সাথেই সবাই এরকম করে?হ্যাঁ,এরকমই হাজারটা কেন জড়িতো প্রশ্ন তোমায় ঘীরে ধরবে।আর এই বিষয়টাই তোমাকে বারবার ভেতর থেকে ভেঙ্গে ফেলবে।
তোমাকে নীরবে কাঁদতে শিখাবে।তুমি বার বার সৃষ্টিকর্তাকে বলতে থাকবে;
কেন অন্য কারো সাথে হয় না?কেন আমার সাথেই হবে?আমিতো কারো সাথে কোন খারাপ কিছু করিনি,তাহলে বারবার কেন আমার সাথেই এরকম হবে?আসলে জীবন এতটাও সহজ নয়।
যখন জীবনে অন্ধকার নেমে আসে সেই অন্ধকার থেকে নিজের স্বপ্নটাকে খুঁজে বের করতে পারাটাই হচ্ছে সফলতা।আমি এটা করব,আমি সেটা করব,এসব কিছু ভাবার পর ও তোমাকে ভাবতে হবে তুমি এটা কেন করতে চাচ্ছো!ওই জিনিসটা তোমার কাছে কেন এত প্রয়োজন!
এরপর তোমাকে খুঁজে বের করতে হবে তোমার স্বপ্ন পূরণের জন্য তোমাকে কি কি করতে হবে!!আর এই সময়টা'ই হবে তোমার জীবনের সবচেয়ে কষ্টের সময়।জীবন এই সময় তোমাকে কাঁদাবে।তোমাকে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করবে।প্রতিটি মূহর্তে তোমার মনে হবে,আমি এখন যা করছি তা হয়ত ভুল করছি।এরপর তুমি আরেকটি অন্যকাজ শুরু করবে।এবং সেটাতেও ঠিক একই কথা মনে করতে থাকবে।
জীবন তোমাকে মাটিতে হাঁটুর উপর বসিয়ে না কাঁদানো পর্যন্ত তোমার পিছু ছাড়বে না।হ্যাঁ,জীবন তোমাকে মাটিতে হাঁটুর উপর বসিয়ে না কাঁদানো পর্যন্ত তোমার পিছু ছাড়বে না।আর জানো কি?এই বিষয় গুলো-ই এক সময় তোমাকে খুব শক্তিশালী করে তুলবে।তোমাকে এতটা-ই শক্তিশালী করে তুলবে যে,তুমি যে কোন বাধা খুব সহজে-ই পার করে যাবে।
কেন,কেন তোমার সাথে এসব হচ্ছে?তোমার কোন ভুলের কারণে এসব হচ্ছে তা নিয়ে ভাবো।আর এই প্রশ্নটা'ই তোমাকে তোমার সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে।তোমাকে অন্য দশ জন মানুষের থেকে আলাদা ভাবে চলতে শেখাবে।কেন আমি হেরে যাচ্ছি বার বার?কোথাও তো একটা ভুল করছি আমি,নয়ত অন্য কেউ পারলে আমি কেন পারছি না?হতে পারে কেউ আমাকে বিশ্বাস করছে না।কিন্তু আমি নিজেকে বিশ্বাস করি।
হতে পারে তুমি এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছো না।তাই বলে যে এগিয়ে যাওয়ার জন্য সামনে কোন রাস্তা নেই এটা হতে পারে না।হতে পারে তোমার সম-বয়সিরা তোমার মত করে জীবনকে নিয়ে ভাবছে না।দেখে নিন,আজ তুমি একা যেই পথ দিয়ে হাঁটছো একদিন এই পথটা'ই অন্য দশ জনের চলার পথ হয়ে যাবে।হ্যাঁ,হতাশা কাজ করবে-ই।কিন্তু হতাশার কাছে নিজেকে হেরে যেতে দিও না।
একটি কথা মনে রাখবে,
তোমার সৃষ্টিকর্তা তোমার সাথে কখনো-ই অন্যায় করবে না।তুমি যদি তোমার নিজের উপরে-ই বিশ্বাস হারিয়ে ফেলো,তবে তোমাকে কেউ বিশ্বাস করবে না।হ্যাঁ,তোমাকে কেউ বিশ্বাস করবে না।লেখায় ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখে নিন।