যদিও ক্ষমার অযোগ্য একটা কাজ করতে চলেছি।তাও...
আমি জানি, আজকের পর, তোমার জীবনের সব থেকে বড় দুঃখ, সবচেয়ে খারাপ মানুষটা হব আমি। তাও , তোমার ক্ষমায় হয়তো নিজের মধ্যের এই অপরাধবোধ থেকে ক্ষনিকের নিস্তার পাবো!
নাঃ, পরিবার মেনে নেবে না, এই অজুহাত টা দেব না। তুমি আমার জন্য উপযুক্ত নয়, এই অপবাদ টাও দেব না। আমি শুধু নিঃশব্দে সরে যাবো।
তোমার কাছে সত্যি এটাই হয়ে থাকবে যে, আমিই সেই বিশ্বাসঘাতক। তুমি এটাই জানবে যে, তোমার হৃদয় ভেঙে দুটুকরো করে দেওয়া,অকৃতজ্ঞ, জোচ্চোর, হৃদয়হীন মেয়েটা আমিই।
তোমার গল্পে আমি কলুষিত এক চরিত্র হিসাবে স্থান পাবো।
তবুও পারলে ক্ষমা করে দিও।
দুই বিপরীত মেরুর মধ্যে দূরত্ব অনেক থাকে, তাদের মধ্যে বৈপরীত্য থাকে বিস্তর। কিন্তু তবুও তারা একে অপরের পরিপূরক। তারা পুরো সৃষ্টির ভারসাম্য রক্ষা করে চলেছে।
দুই মানুষের মধ্যে সম্পর্ক টাও ঠিক তেমনি হয়। পারস্পরিক বৈপরীত্য কে মেনে নিয়েই নিজের অস্তিত্ব রক্ষার লড়াই লড়তে হয় কাঁধে কাঁধ মিলিয়ে।
তুমি আমার সেই আপন অস্তিত্বের পথের প্রবল এক বাধা হয়ে গিয়েছো।
আমার প্রত্যেক টা পদক্ষেপ নিয়ন্ত্রণ করতে চেয়েছো।
আমার বৈপরীত্য কে স্বীকার না করেই, নিজের পছন্দের ছাঁচে গড়তে চেয়েছো আমাকে!
তাই তোমার থেকে সরে আসাই আমার সিদ্ধান্ত।
তুমি কিছুই জানবে না। শুধু এটুকুই জানবে যে, যাকে ভালোবেসেছো, সে তোমাকে ঠকিয়েছে।
আমিও তোমার এই ধারণা ভাঙতে যাবো না।
তবুও পারলে ক্ষমা করো।
তুমি হয়তো তোমাকে আগলে রাখার মতো খুব ভালো একজন কে সঙ্গী হিসেবে খুঁজে পাবে, কিন্তু তোমাকে দুঃখ দিয়ে, তোমার জীবনে এক অপরাধী চরিত্র হয়ে, আর কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না।
তোমার অজান্তেই, তোমার হয়ে থাকবো সারা জীবন । জানি , এ এক ভীষণ পাগলামী। তবুও, পারলে ক্ষমা করে দিও....
"ক্ষমাপ্রার্থী"