সম্পর্ক নষ্ট হওয়ার ১০টি কারণ

in life •  3 years ago 

images (187).jpeg
Photo Source

১ ) মিথ্যা বলা । ( মিথ্যা বলা ধীরে ধীরে একটি সম্পর্কের বিচ্ছেদ ঘটায় । )

২ ) অতীতের ভুল বুঝাবুঝি মনে রাখা ( সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে অতীতকে ভুলে যান )

৩) দোষারােপ করা । ( কোন বিষয়ে দোষারােপ না করে তাকে বুঝিয়ে বলুন )

৪ ) সব বিষয়ে নাক গলানাে ।
(প্রত্যেক মানুষের আলাদা আলাদা ব্যক্তিসত্তা রয়েছে। সে স্বাধীনতা চায় । )

৫ ) সময় কম দেওয়া । ( সময় না দেওয়ার ফলে , অনেক মধুর সম্পর্ক বিচ্ছেদে গড়ায় । )

৬ ) মত বিরােধ হওয়া । ( ধৈর্য সহকারে আলােচনা করে সিদ্ধান্ত গ্রহণ করুন )

৭) অহংকার বা EGO । ( কখনাে নিজের যােগ্যতা বা অবস্থানের জন্য অহংকার করবেন না )

৮ ) সন্দেহ করা । ( কোন বিষয়ে সন্দেহ না করে খােলাখুলি আলোচনা করুন । )

৯) রেগে যাওয়া । ( রাগ নিয়ন্ত্রণের জন্য ভোরবেলা মেডিটেশন করতে পারেন। আরো ভালোভাবে জানতে আমার সাথে যোগাযোগ করতে পারেন )

১০ ) প্রশংসা না করা ।( প্রশংসা ভালােবাসা বৃদ্ধি করে ও সম্পর্ক মজবুত করে তােলে । )

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!