বাংলাদেশের সবুজ সুন্দর প্রকৃতিতে নানান রকম পাখির বসবাস। এদেশের বন-বনানী, নদী-নালা, খাল-বিলে হরেক রকম পাখির মেলা।
(Source)[https://images.app.goo.gl/GAm4yz1cYPw2Vu1d8]
বর্তমানে বাংলাদেশে রয়েছে ৬২৮ প্রজাতির পাখি, এদের মধ্যে এদেশে জন্ম এমন পাখি ৩৮৮টি এবং অতিথি পাখি ২৪০টি। বাংলাদেশের পাখিদের মধ্যে সারস হচ্ছে সবচেয়ে বড় পাখি এবং সানবার্ড হচ্ছে সবচেয়ে ছোট পাখি। এছাড়াও বাংলাদেশে রয়েছে দোয়েল, শালিক, ময়না, টিয়া, বাবুই, চড়ুই ইত্যাদি হরেক রকম পাখি। এ সকল পাখি দেখতে খুবই সুন্দর। এক এক পাখির গায়ের রঙ, ঠোঁট, পাখা, লেজ দেখতে একেক রকম। কোনো কোনো পাখি মিষ্টি সুরে গান গায়। এদের মধ্যে কোকিল সবচেয়ে মিষ্টি সুরে গান গায়। পাখি আমাদের প্রকৃতির সম্পদ, তাই এদের সংরক্ষণে আমাদের যত্নবান হওয়া উচিত।
** Your post has been upvoted (2.00 %) **
Curation Trail is Open!
Join Trail Here
Delegate more BP for bigger Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Upvote
https://blurtblock.herokuapp.com/blurt/upvote
Thank you 🙂 @tomoyan
Congratulations, your post has been curated by @r2cornell, a curating account for @R2cornell's Discord Community.