In the summer, the Kalvaishakhi storm causes such damage and the onset of monsoon.

in instablurt •  2 years ago 

Yesterday I wrote about summer, today I want to say something about summer and five more seasons. But that is subject to time. I said there are many fruits available in summer and they are very tasty. Not only is it delicious but it is also very juicy. However, some terrible incidents also happen in this season, the most notable of which is the storm of Kalbaishakhi. Every year Bangladesh is hit by severe cyclones in India and neighboring countries which cause a lot of damage due to violence.
This year, in Kalbaishakhi, houses have been destroyed due to falling trees in different parts of Bangladesh and even human crops have been severely damaged. Many times there is a risk of life due to storms. Just 15 days ago we had a Kalbaishakhi storm that destroyed many houses and trees. A few days ago, cyclone Ashani affected Orissa in West Bengal, India.
Severe temperatures are also seen during this season which makes it unbearable to move outside. Sometimes there are problems with electricity. Adequate amount of air is not available due to load shedding. Occasionally there are different types of disasters like terrible tidal wave. As the southern part of our country is coastal, there are a lot of cyclones in its vicinity. And the damage caused by this cyclone is huge. Many times this has an effect on the agricultural sector. Day laborers are also not available for work. Now is the time for farmers to harvest paddy but not everyone can hire workers for wages. Being forced to pay half of the paddy as wages.
During this season, rivers, canals and beels are flooded, which in many places submerges its or various crops under water. In many places, city dams protect crop lands, but they are never protected from storms. The season that comes after summer is called monsoon season. In the meantime I have given some hints about the rainy season which starts from summer.
During the monsoon season, just as rivers and canals fill canals, so does rainfall. Natore, my neighboring district in the northern part of our country, receives the highest annual rainfall there. So I get a lot of rain here since it started raining a lot last night. Rain often makes it difficult for young children to stay indoors. There is a lot of loss of work. I cooked the rice yesterday but could not dry it.
In this way, there is a lot of loss to the farmer, but if there is sun, it becomes unbearable again. I will write again about the rainy season. I am saying goodbye like now. Everyone will be fine and healthy. God bless you.

Screenshot_2022-05-14-06-35-33-33.jpg
Image source
গতকালকে গ্রীষ্মকাল নিয়ে লিখেছিলাম আজকে গ্রীষ্মকাল এবং আরও পাঁচটি ঋতু নিয়ে কিছু বলতে চাই। তবে সেটা সময় সাপেক্ষে। আমি বলেছিলাম গ্রীষ্মকালে অনেক ফল পাওয়া যায় এবং সেগুলো অনেক সুস্বাদু হয়। শুধুই যে সুস্বাদু তা নয় অনেক রসালো হয়ে থাকে। তবে এই ঋতুতে ভয়াবহ কিছু ঘটনাও ঘটে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য হলো কালবৈশাখীর ঝড়। প্রত্যেক বছর বাংলাদেশ ভারত এবং আশেপাশের দেশগুলোতে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়ে থাকে যা তাণ্ডবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে থাকে।
এই বছরে কালবৈশাখীতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গাছপালা ভেঙে ঘরবাড়ি নষ্ট হয়েছে এমনকি মানুষের ফসলের অনেক ক্ষতি হয়েছে। অনেক সময় ঝড়ের কারণে প্রাণের ঝুঁকি ও থাকে। এইতো গত 15 দিন আগে আমাদের এখানে একটা কালবৈশাখীর ঝড়ে অনেক বাড়ি ঘরের উপর গাছপালা ভেঙে পড়েছে। আবার কিছুদিন আগে ঘূর্ণিঝড় অশনির প্রভাব পড়েছিল ভারতের পশ্চিমবঙ্গের উড়িষ্যায়।
এই ঋতুতে তাপমাত্রার ভয়াবহতা ও দেখা যায় যার ফলে বাইরে চলাফেরা করা অসহনীয় হয়ে যায়। মাঝে মাঝে ইলেকট্রিসিটির ও সমস্যা দেখা দেয়। লোডশেডিংয়ের কারণে পর্যাপ্ত পরিমাণ বাতাস পাওয়া যায় না। মাঝে মাঝে ভয়াবহ জলোচ্ছ্বাস ইত্যাদি বিভিন্ন ধরনের দুর্যোগ পোহাতে হয়। আমাদের দেশের দক্ষিণাঞ্চল উপকূলীয় হওয়ায় এর আশেপাশে প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় হয়ে থাকে। আর এই ঘূর্ণিঝড় এর ক্ষতি হয় প্রচুর পরিমাণ ‌। অনেক সময় এসব এর প্রভাব পড়ে কৃষি খাতের উপর। কাজের জন্য দিনমজুরের লোকও পাওয়া যায় না। এখন কৃষকের ধান কাটার সময় কিন্তু পারিশ্রমিকের জন্য সবাই কাজের লোক নিতে পারে না। বাধ্য হয়ে অর্ধেক ধান দিয়ে দিতে হচ্ছে পারিশ্রমিক হিসেবে।
এই মৌসুমে নদী-নালা খাল-বিল পানিতে ভরে যায় যার ফলে অনেক জায়গায় আবার তার বা বিভিন্ন ফসল পানির নিচে ডুবে যায় সেখান থেকেও প্রচুর ক্ষতি হয় যে কারণে বাংলাদেশের অনেক সময় খাদ্যাভাব দেখা দেয়। অনেক জায়গায় শহর রক্ষা বাঁধ দেওয়ার কারণে ফসলি জমি গুলো রক্ষা পায় কিন্তু ঝড় বৃষ্টি থেকে কখনো রক্ষা পাওয়া সম্ভব হয় না। গ্রীষ্মকালের পরে যে ঋতু আসে তার নাম বর্ষাকাল। ইতিমধ্যে আমি বর্ষাকালে কিছুটা ইঙ্গিত দিয়ে দিয়েছি যা শুরু হয় গৃষ্ম কাল থেকেই।
বর্ষাকালে নদী-নালা যেমন খাল বিল ভরে যায় ঠিক তেমনি বৃষ্টিপাত হয় প্রচুর। আমাদের দেশের উত্তরাঞ্চলে আমার পার্শ্ববর্তী জেলা নাটোর সেখানে বছরে সর্বোচ্চ বৃষ্টি হয়। তাই আমার এখানে প্রচুর বৃষ্টিপাত হয় গত রাত্রে থেকে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির কারণে অনেক সময় ছোট ছোট ছেলেমেয়েরা ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়। কাজেরও অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। গতকালকে ধান সিদ্ধ করেছি কিন্তু শুকাতে পারিনি।
এভাবে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে কৃষকের তবে রোদ থাকলে আবার তা অসহনীয় হয়ে পড়ে। বর্ষাকাল নিয়ে আবার লিখব এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 years ago  ·  

This post has been manually upvoted by @epistem


You are invited to use the tag #epistem when posting within the niche of the community. Also, follow us on @epistem and on our Discord community to keep abreast with the activities of the community.

The EPISTEM Project