Bangladesh is the land of conspiracy. It is not known which countries in the world have six seasons but Bangladesh has six seasons in a year. In these six seasons different types of flowers, fruits, crops etc. are seen in different forms. Summer at the present time. The summer season is a little annoying for everyone, but it is also a lot of fun. Jackfruit is one of the national fruits of Bangladesh. Not only jackfruit but most of the delicious fruits are available this summer. The biggest thing is that agriculture is the source of most of the income of Bangladeshis. The scene of drying new paddy in pots is very familiar to us. Farmers should be busy in harvesting paddy.
Mango is one of the most delicious fruits available in Bangladesh. Although a delicious fruit of Bangladesh, jackfruit is the national fruit, but to me, ami is the best. There is a common saying in our country that mango milk is invited. Milk with me is a very fun food that cannot be removed from the mouth. In the morning the daughter-in-law is invited to the mango-milk feast. At the same time, the people of his house were also invited for mango milk. It is a common rule in Bangladesh that mango milk is taken to the daughter's house.
Guests are entertained in different ways in different districts of Bangladesh at this time. Chapainawabganj district of my division is famous for mangoes. Everyone knows Rajshahi division is famous for mango. Chapainawabganj mango cultivation is most in this division. This season they give two to three mangoes to their relatives. Mango is the main tool of their entertainment this season. I have no value for the people of Chapainawabganj is a worthless thing. Even if they go to pick mangoes under the trees, many mangoes can be picked.
National fruits like jackfruit, litchi etc. are available in this season. If a country like Bangladesh has autumn, they know what is available in summer. Only in summer the weather is a little hostile. Summer is a little hard time and also a lot of fun. I will write again about the six seasons of my country. Let me tell you about the features of these six seasons. Everyone will be fine, stay healthy, take care of yourself. God bless you.
Image source
ষড়ঋতুর দেশ বাংলাদেশ। পৃথিবীতে কোন কোন দেশে ছয়টি ঋতু আছে কিনা সেটা জানা নেই কিন্তু বাংলাদেশের বছরে ছয় ঋতু দেখা যায়। এই ছয় ঋতুতে বিভিন্ন ধরনের ফুল ফল ফসল ইত্যাদি বিভিন্ন রূপে দেখা যায়। বর্তমান সময়ে গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল ঋতুটি সবার কাছে একটু বিরক্তিকর হলেও আবার অনেক মজার। গ্রীষ্মকালে যেসব ফল পাওয়া যায় তার মধ্যে রয়েছে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। শুধু কাঁঠাল নয় আরো বেশিরভাগ সুস্বাদু ফল পাওয়া যায় এই গ্রীষ্মকালে। সবচেয়ে বড় কথা বাংলাদেশী সিংহভাগ আয়ের উৎস কৃষি এই গ্রীষ্মকালে কৃষকের সে আনন্দের ফসল ঘরে তোলার দৃশ্য দেখা যায়। ঘড়ে ঘড়ে নতুন ধান শুকানোর দৃশ্য আমাদের কাছে অতি পরিচিত। কৃষক যেন ধান কাটায় ব্যস্ত থাকে।
বাংলাদেশের বিভিন্ন ধরনের সুস্বাদু ফল পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে আম। বাংলাদেশের একটি সুস্বাদু ফল যদিও কাঁঠাল জাতীয় ফল কিন্তু আমার কাছে আমই সেরা। আমাদের দেশে প্রচলিত একটা কথা আছে আম দুধের দাওয়াত খাওয়ানো হয়। আমি সাথে দুধ অত্যন্ত মজাদার খাবার যা মুখে থেকে সরানো যায় না। সকালে মেয়ে-জামাইকে আম-দুধের দাওয়াত খাওয়ানো হয়। সেই সাথে তার বাড়ির লোকেদের ও দাওয়াত দেওয়া হয় আম দুধের। মেয়ের বাড়িতে আম দুধ নিয়ে যাওয়া হয় এটা বাংলাদেশের একটি প্রচলিত নিয়ম।
বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ভাবে এই সময় আপ্যায়ন হয়ে থাকে অতিথি। আমের জন্য বিখ্যাত আমার বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা। সবাই জানে রাজশাহী বিভাগ আমের জন্য বিখ্যাত। এই বিভাগের চাঁপাইনবাবগঞ্জ আমের চাষ হয় সবচেয়ে বেশি। এই মৌসুমে তারা তাদের আত্মীয়কে দুই থেকে তিন মণ আম দিয়ে থাকে। তাদের আপ্যায়নের মূল হাতিয়ার এ মৌসুমে আম। চাঁপাইনবাবগঞ্জের মানুষের কাছে আমার কোন মূল্য নেই একটা মূল্যহীন জিনিস। তাদের গাছের নিচে আম কুড়াতে গেলেও অনেক আম কুড়িয়ে আনা যায়।
জাতীয় ফল কাঁঠাল, লিচু ইত্যাদি ফল এই মৌসুমে পাওয়া যায়। বাংলাদেশের মতো যদি কোন দেশে ষরঋতু থেকে থাকে তারাই জানে গৃষ্ম কালে কি কি পাওয়া যায়। শুধু গ্রীষ্মকালে আবহাওয়া টা একটু বৈরীভাব এর হয়। গরমে একটু কষ্ট হয় এছাড়া অনেক মজার সময় গৃষ্ম কাল। আমার দেশের ছয় ঋতু নিয়ে আমি আবার লিখব। এই ছয় ঋতুর বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের জানাবো। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।