শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের ব্লুময়কে ছাত্র জীবন বলে। আনুমানিক ৩ বছর বয়স থেকে ছাত্র জীবন শুরু হয়। ছাত্র জীবনের প্রধান দায়িত্ব মনোযোগ দিয়ে লেখাপড়া করা।
(Source)[https://images.app.goo.gl/SmfEgwMYSCrfbkXQA]
সঠিকভাবে জ্ঞান অর্জন ব্যতীত জীবনে উন্নতির কোনো পথ নেই- একথাটি মনে রাখতে হবে। স্কুলের পাঠ্যপুস্তক ছাড়াও অন্যান্য বই ও সংবাদপত্র পাঠ করা ছাত্রদের দায়িত্ব। জ্ঞান অর্জনের সাথে সাথে নিয়মশৃঙ্খলা, দেশপ্রেম, সত্যবাদিতা, শ্রদ্ধাবোধ ইত্যাদি গুণাবলি আয়ত্ত করার সঠিক সময় হলো ছাত্র জীবন। যে ছাত্র এই সময়ে সৎ শিক্ষা ও সৎ অভ্যাস আয়ত্ত করতে পারবে ভবিষ্যতে সে-ই সার্থক হতে পারবে। ছাত্র জীবনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মনে রাখতে হবে, পরীক্ষার ভালো ফল করার মধ্য দিয়ে যেমন প্রশংসিত হওয়া যায়, তেমনই ছাত্র জীবনে সকল মানবীয় গুণ অর্জনের মধ্য দিয়ে প্রকৃত মানুষ হওয়া যায়। এই প্রকৃত মানুষেরাই আমাদের দেশ ও জাঙির গৌরব।