স্বাগতম সবাইকে,🌱
সবাই কেমন আছেন? আশা করি, সবাই অনেক অনেক অনেক ভালো আছেন। কতদিন হলো আমার তোলা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করি না। তাই আজকে ভাবলাম কিছু ছবি তোলা যাক। ছবি তুলতে বের হয়ে পথিমধ্যে দেয় বৃষ্টিহানা। বৃষ্টির পর যে ফুলগুলো আরো সতেজ হবে আগে কল্পনাও করতে পারি নি।
তো, আমি আজকে আমার তোলা সেরা সাতটি ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো। 🌱 আশা করি, আপনাদের সেগুলো ভালো লাগবে।
তো চলুন শুরু করা যাকঃ-
📸🌱 【ছবিঃ ০১】 🌱📸
Edit: Adobe Photoshop CS6
WW3W Location: https://what3words.com/mule.clays.motoring
রজনীগন্ধার হরেক রকমের রঙ ও এর সুঘ্রাণ প্রতিটি ফুল প্রেমীদের পাগল করে দিতে পারে। বৃষ্টির পরে এই ফুলের প্রতিটি কোণায় কোণায় বৃষ্টির ফোঁটা এর সৌন্দর্যকে বহু গুণে বাড়িয়ে দিয়েছে।
📸🌱 【ছবিঃ ০২】🌱📸
Edit: Adobe Photoshop CS6
WW3W Location: https://what3words.com/mule.clays.motoring
লাল পাতাবাহারের মধ্যে সবুজ রঙের এই দুটো পাতা যেনো লালের মধ্যে সবুজকে ফুটিয়ে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মরুর বুকে যেমন গাছ হলে মনে শান্তি লাগে, ঠিক তেমনি, লালের মধ্যে সবুজকে দেখতে পারাও একটা শান্তি।
📸🌱 【ছবিঃ ০৩】🌱📸
Edit: Adobe Photoshop CS6
WW3W Location: https://what3words.com/mule.clays.motoring
এটি হচ্ছে লাল রঙের রঙ্গন ফুল। যার সাইন্টেফিক নাম হচ্ছে hydrangea। সবগুলো ফুল একত্রিত হয়ে থাকে বলেই এদেরকে hydrangea বলা হয়।
📸🌱 【ছবিঃ ০৪】🌱📸
Edit: Adobe Photoshop CS6
WW3W Location: https://what3words.com/mule.clays.motoring
এই ফুলের নাম হচ্ছে লিলি। এবং এর সায়েন্টেফিক নাম হচ্ছে লিলিয়াম। এই নামের হরেক জাতের ফুল পাওয়া যায়। তার মধ্যে এই ফুলটি দেখতে অনেক সুন্দর।
📸🌱【ছবিঃ ০৫】🌱📸
Edit: Adobe Photoshop CS6
WW3W Location: https://what3words.com/mule.clays.motoring
এই ফুলের সাথে তো আপনাদের নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। সবাই একে চিনেন। গোলাপ ফুলের সায়েন্টিফিক নাম হচ্ছেঃ Rosa species। এই ফুলটি আমাদের সবারই প্রিয়।
📸🌱【ছবিঃ ০৬】🌱📸
Edit: Adobe Photoshop CS6
WW3W Location: https://what3words.com/mule.clays.motoring
বৃষ্টি শেষ হওয়ার পরে রাস্তায় পড়ে থাকা এই পাতাগুলোর দিকে একটু খেয়াল করলেই বুঝবেন, কোনো কিছুই চিরস্থায়ী নয়। দু দিন আগেও যে পাতাটি সতেজ ও সজীব ছিলো, আজকে দুদিন পর সেটি শুকনো মরা পাতা।
📸🌱【ছবিঃ ০৭】🌱📸
Edit: Adobe Photoshop CS6
WW3W Location: https://what3words.com/mule.clays.motoring
বৃষ্টির পরে এই গাছগুলো সত্যিই অনেক সুন্দর লাগে। ফোকাস ঠিক রেখে ছবিটি দেখার পর আমার মন সত্যিই জুড়ে গেছে।
📸আমি ছবি তুলতে যেসব গ্যাজেট ব্যবহার করেছি!📸
Camera | Redmi |
---|---|
Model | Note 8 |
Edit | Adobe Photoshop CS6 |
আশা করি, আপনাদের আমার এই ফটোগ্রাফিগুলো ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ সবাইকে।
আমার সম্পর্কে কিছু কথাঃ-
আমি মোঃ আবু হেনা সরকার। আর আমার ডাক নাম সাগর। আমি একজন স্বাধীন চেতনাময়ী ছেলে। যেসব সবসময় স্বাধীনতাকে প্রাধান্য দেই। আমি লিখতে, পড়তে, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, বিশ্লেষন এবং কোনো অজানা বিষয় সম্পর্কে জানতে ভিশন আগ্রহী ও ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। সবার সাথে মিশতে আমার অনেক ভালো লাগে।
Congratulations, your post has been curated by @dsc-r2cornell. You can use the tag #R2cornell. Also, find us on Discord
Felicitaciones, su publicación ha sido votada por @ dsc-r2cornell. Puedes usar el tag #R2cornell. También, nos puedes encontrar en Discord