Semester Final Exam Time | Story About Reality [ 25-07-2021 ]

in instablurt •  3 years ago 

25-07-2021

১০ই শ্রাবণ ১৪২৮

প্রসঙ্গঃ আমরা পলিটেকনিকবাসী করোনার থেকেও শক্তিশালী


মোঃ আবু হেনা সাগর



219717396_303395454854623_5515575194419141542_n.jpg

শত জল্পনা কল্পনাকে হার মানিয়ে, হাজারো নাটক শেষ করে, বাকি থাকা একটা পরীক্ষা নিয়ে সব অভিনয় শেষ করলো বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড। এই নাটকের শুরু হয় গত ১লা মার্চ ২০২১ থেকে। ৬ মাস সেমিষ্টারের পরীক্ষা যখন ১৩ মাস পরে নিতে চাইলো, আমরা সবাই ভাবলাম যে, না! যাক এবার বুঝি করোনার অভিশাপ থেকে একটু মুক্তি পাবো। কিন্তু কি হলো? ৫টা পরীক্ষার শেষ হওয়ার পর, স্থানীয় উপজেলা নির্বাচনের জন্যে আমাদের শেষ পরীক্ষাটা ৭ দিনের জন্য পিছিয়ে গেল! তবুও, আমরা নিজেদের শান্তনা দিতে থাকলাম, এইতো আর ৭টা দিন মাত্র।

কিন্তু মন্দ কপালের লিখন, নাহি যায় খন্ডন। ভাগ্য খারাপ হলে তা সব দিক থেকেই হয়। আবারো দেশে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষনা করা হলো। পিছিয়ে গেলো,পিছিয়ে পড়া শেষ পরীক্ষাটি। তীরে এসেও যেনো তরীটি ডুবে গেলো এমন একটা অবস্থা। একদিকে করোনা আমাদেরকে চেপে ধরেছে তো অন্য দিকে কারিগরী শিক্ষা বোর্ড। দিন শেষ হয়ে, রাত হয়ে যায়, আবার রাত কেটে দিন হয়ে যায়। কিন্তু কারিগরী বোর্ডের নাটক শেষ হয় না। একবার নয়, টানা দু'বার বাকি থাকা পরীক্ষাটির রুটিন ঘোষনা করেও নিতে পারে নি কাঙ্ক্ষিত পরীক্ষা। কারিগরী বোর্ডের এ যেনো নিত্যদিনের গল্প হতে লাগলো। চারিদিক থেকে ছাত্র-ছাত্রীরা হয়রানির স্বীকার হতে লাগলো। পরীক্ষার রুটিন প্রকাশ করলে ছাত্র-ছাত্রীরা বাসে ডাবল ভাড়া দিয়ে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যেতো। গন্তব্যে পৌছানোর পর খবর পায়, পরীক্ষার আর হবে না।

219394327_1659252807597660_8175392185135433279_n.jpg

এভাবে একবার নয়, দুই দুই বার ছাত্র-ছাত্রীদের হয়রানি করা হয়। কিন্তু এবার যখন ১৩ জুলাই ২০২১ এ নতুন করে রুটিন প্রকাশ করা হলো, তখন আর কেউই এই রুটিন বিশ্বাস করতে চায়। কিছুটা রাখাল আর বাঘের গল্পের মতো হয়ে গেছে। কে'ই বা এই রুটিন বিশ্বাস করবে বলেন? যেখানে শুক্রবারেও পরীক্ষা রাখা হয়েছে। আবার ঈদের ২ দিন আগেও পরীক্ষা রাখা হয়েছে। যার দরুন, এই রুটিনটি কারো বিশ্বাস যোগাতে পারে নি।
কিন্তু কেউ বিশ্বাস করুক আর নাই করুক, কারিগরী শিক্ষা বোর্ড ঠিকই এবার সব পরীক্ষা নিয়ে ফেলেছে। আর এর মাধ্যমেই আমরা আমাদের এই কলঙ্কমন্ডিত সেমিষ্টার শেষ করা করলাম। জানি না, পরবর্তী সেমিষ্টারে আমাদের জন্যে কি অপেক্ষা করছে। ৪র্থ সেমিষ্টার শেষ করলাম দেড় বছরে। জানি না, ৫ম সেমিষ্টার কত মাস সময় লাগবে। যাই হোক, সবার জন্যে শুভকামনা থাকলো। যেনো ভবিষ্যতে আমরা পলিটেকনিকবাসী ভালো কিছু করতে পারি।

আমরা পলিটেকনিকবাসী করোনাকে ভয় করি না। এই মহামারী করোনার মধ্যেও সবাই গাদাগাদি করে পরীক্ষা দিতেও ভয় করে না। তারা শুধু ভয় করে যেনো সময় অপচয় না হয়। কেননা, আমরা যারা পলিটেকনিকে পড়ি, তারা কম-বেশি সবাই গরিব ও মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাই আমাদের কাছে প্রতিটি সময়ই সোনার চেয়েও দামি।


sagor bordar.png

Untitled-1s.jpg

আমার সম্পর্কে কিছু কথাঃ-


আমি মোঃ আবু হেনা সরকার। আর আমার ডাক নাম সাগর। আমি একজন স্বাধীন চেতনাময়ী ছেলে। যেসব সবসময় স্বাধীনতাকে প্রাধান্য দেই। আমি লিখতে, পড়তে, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, বিশ্লেষন এবং কোনো অজানা বিষয় সম্পর্কে জানতে ভিশন আগ্রহী ও ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। সবার সাথে মিশতে আমার অনেক ভালো লাগে।

sagor bordar.png

আমার সাথে যোগাযোগ করুনঃ-

ফেসবুক | টুইটার | ডিস্কোর্ড | ইউটিউব

sagor bordar.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been curated by @dsc-r2cornell. You can use the tag #R2cornell. Also, find us on Discord

Manually curated by @blessed-girl

logo3 Discord.png

Felicitaciones, su publicación ha sido votada por @ dsc-r2cornell. Puedes usar el tag #R2cornell. También, nos puedes encontrar en Discord