স্বাগতম সবাইকে,
আশা করি, সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনারা প্রত্যেকেই কমবেশি সবাই জানেন আমি ফটোগ্রাফি করতে ভালোবাসি। এটা আমার একধরণের প্যাশন বললেও চলে। এই প্যাশনগুলো আমাকে সর্বদা হাসি খুশি রাখে। আসলে প্যাশন থেকে কোনো কাজ করলে সেই কাজের প্রতি কখনো অরুচি বা অনাগ্রহ আসে না। কাজের প্রতি ভালোবাসা থাকলে সেই কাজ গুলো সর্বদা ভালো লাগবেই আর এই কাজ গুলো করার ফলে মন খারাপ থাকলে তা অনায়েসে ভালো হয়ে যায়।
আমি অনেক সময় অনেক ধরণের ফটোগ্রাফি করেছি। কিন্তু কখনো মাক্রো ফটোগ্রাফি করি নি। এর কারণ হচ্ছে, একটা সুন্দর ও পারফেক্ট ম্যাক্রো ফটোগ্রাফি করতে হলে ম্যাক্রো লেন্স ব্যবহার করতে হয়। এর ফলে ফটোর কোয়ালিটি কখনো নষ্ট হয় না। আমার যেহেতু কোনো ম্যাক্রো লেন্স নেই, তাই আর কখনো ম্যাক্রো ফটোগ্রাফিও করা হয় নি। ইচ্ছা থাকা সত্বেও আর ফটোগ্রাফিগুলো ফোনে ক্যাপচার করা সম্ভব হয় না।
আমি যেহেতু এখন গ্রামের বাসায় আছি, যেহেতু জমিতে বিকেলে ঘুরতে যাই আর আমার মোবাইলে থাকা গুগল ক্যামেরা বা জিক্যাম দিয়ে যখন ম্যাক্রো ফটোগ্রাফি করার চেষ্টা করি, তখন দেখতে পাই ছবির কোয়ালিটি স্টক ক্যামেরার ম্যাক্রো এর থেকেও অনেক ভালো। তাই সেসময় ম্যাক্রো ফটোগ্রাফি করার ইচ্ছা আবারো জাগ্রত হয়। তাই ইচ্ছা যখন জেগেছে তখন ম্যাক্রো ফটোগ্রাফি করবোই, এজন্য সাবজেক্ট খুঁজতে থাকি। কিন্তু কোথাও কোনো সাবজেক্ট খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু হটাত করেই একটা সাবজেক্ট চোখে পড়ে আর সেটা হচ্ছে ক্ষুদে মাছি। ক্ষুদে মাছিটি একটা সরিষা গাছের উপরে বসে ছিলো। তাই আমার মনটা আনন্দে নেচে উঠে। আমি যেহেতু ম্যাক্রো ফটোগ্রাফি করবো সেহেতু সাবজেক্টের কাছ থেকে ফটো তুলতে হবে। এমন সাবজেক্টের কাছ থেকে ছবি তোলা মোটেও সহজ কিছু নয়।
কেননা, ম্যাক্রো ছবি তুলতে হলে, সাবজেক্টের কাছাকাছি থেকে ছবি তুলতে হয়। কিন্তু সাবজেক্ট যখন একটা ক্ষুদে মাছি তখন এর ম্যাক্রো ছবি তোলা সহজ কিছু নয়। কেননা কাছ থেকে ছবি তোলার সময় হঠাত একটু নারাচরা হলেই মাছি উড়ে যাওয়ার ভয় থাকে এবং সেটা একটা সময় হয়েও যায়। আজকে বিকেলে বাতাস একটু বেশিই ছিলো। তার উপরে সরিষার গাছটি বার বার নড়ে যাচ্ছিলো, এমন সময় ছবি তুলতে গিয়ে বারবার মাছি উড়ে যাচ্ছিলো। তো যাই হোক শত চেষ্ঠায় কয়েকটি ফটো তুলতে সক্ষম হয়েছি, এবং সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো।
তো চলুন শুরু করা যাকঃ-
Edit: Adobe Lightroom WW3W Location: https://what3words.com/nursing.weightings.stared |
---|
Edit: Adobe Lightroom WW3W Location: https://what3words.com/nursing.weightings.stared |
---|
Edit: Adobe Lightroom WW3W Location: https://what3words.com/nursing.weightings.stared |
---|
Edit: Adobe Lightroom WW3W Location: https://what3words.com/nursing.weightings.stared |
---|
📸আমি আজকের ছবিগুলো তুলতে যেসব জিনিস ব্যবহার করেছি! 📸
ডিভাইস | রেডমি ১০ |
---|---|
এডিট | Adobe Photoshop CS6 |
ক্যামেরা | trCamera (GCam) |