শিক্ষা

in instablurt •  2 years ago 

শিক্ষা মানুষের সার্বিক বিকাশের পথ। কোনো ব্যক্তি বা জাতির অগ্রগতির মূলমন্ত্র হলো শিক্ষা। শিক্ষা বিষয়টি সর্বজনীন ও ব্যাপক-বিস্তৃত প্রসঙ্গ।

BD-Education20190507141446.jpg
(Source)[https://images.app.goo.gl/QVdmhnm8JRNhXRCXA]
সাধারণভাবে শিক্ষা বলতে বোঝায়, জ্ঞানের রাজ্যে বিচরণ করা। মন ও মননের উৎকর্ষ সাধনের মাধ্যমে ব্যক্তিগত ও সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অবদান রাখার নামই হলো শিক্ষা। শিক্ষা মানুষের মধ্যে সুপ্ত মানসিক শক্তির বিকাশ ঘটিয়ে তাকে পূর্ণতার দিকে এগিয়ে নেয়। উপযুক্ত ও যথার্থ শিক্ষা মানুষকে মানবিক করে তোলে, তার মধ্যে মূল্যবোধের জন্ম দেয়। যার ফলে, মানুষ এমন কিছু বিশেষ গুণাবলি অর্জন করে যা তাকে ভালো-মন্দ, উচিত-অনুচিত বিচার করার শক্তি দেয়, নৈতিক আদর্শের অনুবর্তী করে তোলে । শিক্ষা-সৃষ্ট এই মূল্যবোধের আশ্রয়েই গড়ে উঠেছে আবহমান কালের মানব সমাজ।

মূল্যবোধের স্বরূপ : মূল্যবোধ হচ্ছে ইতিবাচক ও কল্যাণকর মানবিক গুণাবলির সমষ্টি। এটি মানুষের প্রাত্যহিক জীবনযাত্রায় আচরিত এমন কিছু অনুসরণযোগ্য বিষয়, যা অনুসরণে মানুষের জীবনযাত্রা হয়ে ওঠে সুন্দর, নির্মল ও রুচিস্নিগ্ধ। মূল্যবোধ তথা নৈতিক চেতনা মানুষকে অন্যায় থেকে বিরত রাখে, পতনের পথ থেকে বাঁচায়। স্বার্থপরতার লোভনীয় আকর্ষণ থেকে চোখকে সরিয়ে নিয়ে আত্মত্যাগের মহামন্ত্রে উদ্বুদ্ধ করে। মূল্যবোধের চর্চা মানুষকে প্রবল ও দৃঢ় এক ইতিবাচক মানসিক শক্তিতে বলীয়ান করে তোলে, যার বলে মানুষ যাবতীয় অনৈতিকতাকে না বলতে শেখে, অন্যায় ও অবৈধ পথ অবলম্বন সচেতনভাবে পরিহার করতে শেখে। মূল্যবোধের চর্চায় গড়া প্রকৃত মানুষ কালোকে কালো, সাদাকে সাদা বলে মূল্যায়ন করে, সমাজে যথার্থ মনুষ্যত্বের মর্যাদা নিয়ে অধিষ্ঠিত হয়। শিক্ষিত ও মূল্যবোধসম্পন্ন মানুষই আলোকিত মানুষ ।

মূল্যবোধ অর্জনে শিক্ষার ভূমিকা : মূল্যবোধের চর্চা ও মানবিকতার উদ্বোধনে শিক্ষা তথা সুশিক্ষাই প্রধান সহায়ক ভূমিকা রাখতে পারে। মূল্যবোধের অবক্ষয় রোধের অন্যতম প্রধান উপায় হতে পারে নৈতিক শিক্ষার প্রসার ঘটানো। শিক্ষার প্রসারে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ও জাতীয় জীবনে সুস্থ মানসিকতা ও মূল্যবোধের চর্চার ধারা ফিরে আসতে বাধ্য। কারণ মূল্যবোধের অবক্ষয়ের প্রধান কারণ হচ্ছে, প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে যাওয়া, মূল থেকে বিচ্যুত হওয়া। ফলে ন্যায়-নীতি ও শিক্ষায় সকলকে শিক্ষিত হয়ে উঠতে হবে। পাশাপাশি বিভিন্ন ধর্মের সারবস্তু এবং মনীষীদের জীবনী শিক্ষাসূচিতে অন্তর্ভুক্ত করলে এসবের পরিচয়ে শিক্ষার্থীদের মূল্যবোধ গড়ে উঠবে। মানুষের মানসিক বিকাশে মূল্যবোধের চর্চা ইতিবাচক দিক হিসেবে জায়গা করে নেবে। শিক্ষাকে হতে হবে মূলত সেই বস্তু— যা সকল অনিয়ম, অকল্যাণ ও অসুন্দর থেকে আমাদের মুক্ত রাখে এবং নিয়মে, কল্যাণে, সুন্দরে আমাদের জীবনকে ভরিয়ে তোলে। শিক্ষা সবার সঙ্গে সবার বন্ধন রচনা করে, ফলে প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে সবার সঙ্গে যুক্ত হওয়ার যথার্থ চর্চা ও প্রয়োগের মাধ্যমেই মূল্যবোধের ভিত্তি গড়ে ওঠে। একজন মানুষ সাধারণ জীব থেকে আলাদা হয়ে 'মানুষ' হিসেবে পরিচিতি পায়। প্রসঙ্গত স্মরণীয় মোতাহের হোসেন চৌধুরীর বক্তব্য 'মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীব-সত্তা সেই ঘরের নিচের তলা, আর মানব-সত্তা বা মনুষ্যত্ব উপরের তলা। জীব-সত্তার ঘর থেকে মানব-সভার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। তাই মূল্যবোধসম্পন্ন মানবিক মানুষ গড়ে তুলতে শিক্ষার বিকল্প নেই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 years ago  ·  


** Your post has been upvoted (1.54 %) **