গ্রাম বাংলার কিছু নজরকাড়া প্রাকৃতিক সৌন্দর্য আছে । যেগুলো খুব সহজলভ্য এবং সাধারণ মনে হয় অনেক মানুষের কাছে। কারণ এই প্রাকৃতিক সৌন্দর্য গুলো উপভোগ করার জন্য কোন টিকেট কাটতে হয় না। কোন রিসোর্ট বা বিনোদন পার্ক এ যেতে হয় না। তাই এগুলো আমাদের কাছে অবহেলিত ও অনাদৃত।
অথচ এই ধরণের চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য গুলোই যখন কোন সিনেমা,নাটক, মুভির দৃশ্যে দেখতে পাই। কিংবা কোন বই এ অথবা ক্যালেন্ডারর পাতায় শোভা পায় তখন সেগুলো আমাদের কাছে অনেক আকর্ষণীয় মনে হয়। কারণ ওগুলোর জন্য যে আমরা টাকা ব্যয় করি তাই তখন ঐ একই দৃশ্য গুলো আকর্ষণীয় লাগে আমাদের কাছে।
বিনা পয়সায় আমরা যা পাই বা দেখি , তা সচরাচর আমাদের কাছে মূল্যহীন মনে হয়। এটা আসলে মানুষের একটি স্বভাবজাত বৈশিষ্ট্য।
কিন্তু এ ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি বদলানো খুবই প্রয়োজন। তবেই এই অবহেলিত ও অনাদৃত চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য গুলো আমাদের হৃদয় ছুঁয়ে যাবে।
আজকে সেই ধরনের গ্রাম বাংলার কিছু চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো আমি।