Some nice pictures of rare moments of rural Bengal

in instablurt •  3 years ago 

বন্ধুরা, আজকে এক অত্যন্ত জরুরি কাজে আমি গ্রামের বাড়িতে এসেছি ।আমি যে শহরে বসবাস করি, আমার গ্রামের বাড়ি থেকে সেই শহরের দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। যাই হোক, আমি যখন থেকে ফটোগ্রাফির কাজ শুরু করেছি। তখন থেকেই শহরের তুলনায় গ্রামীণ সৌন্দর্য আমাকে খুব বেশি আকৃষ্ট করে রেখেছে।

তো আজকে গ্রামে এসে একটা চমৎকার দৃশ্য আমার চোখে পরলো।যে টা প্রায় কয়েক বছর ধরে আমার চোখে পড়ে নাই। প্রকৃতপক্ষে সেই দৃশ্য উপভোগ করার আমার সু্যোগ হয় নাই।

IMG_20210827_120814.jpg

IMG_20210827_122704.jpg

IMG_20210830_173929.jpg

আর সেই দৃশ্য টা হলো - পাট কাটা, শুকানো মোট কথা পাট উৎপাদনের এর গোটা কার্যক্রম। জীবন চলার পথে কিছু কিছু এমন চমৎকার দৃশ্য চোখে পড়ে,যার সৌন্দর্য কেবলমাত্র প্রকৃত দর্শনার্থী ই হৃদয়ঙ্গম করতে পারে। অনেকের চোখে যা খুবই সাধারণ মনে হয়, অন্য জনের কাছে তা হয়তো শুধু অসাধারণ ই নয়- অত্যন্ত গুরুত্বপূর্ন ও বটে।

IMG_20210830_174109.jpg

IMG_20210830_174005.jpg

IMG_20210830_174113.jpg

তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে যে ছবি গুলো শেয়ার করবো, সেগুলো একি বিষয়ের ছবি তবে বিভিন্ন সময়ের তোলা ছবি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে গ্রাম বাংলার এই দূর্লভ মুহূর্তের চমৎকার ছবি গুলো।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!