বেশ কিছুদিন আগে সপরিবারে ঘুরতে গিয়েছিলাম বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার নিকটবর্তী একটি জায়গা রামসাগরে।
রামসাগরের শুধু চিড়িয়াখানার অংশ টা আমি আমার আজকের পোস্টে আলোচনা করবো। অনেক বড় একটা এরিয়া জুড়ে সেই চিড়িয়াখানাটা। সেখানে কয়েক প্রজাতির বানর আছে, ময়ুর আছে, হরিণ আছে,সাপ আছে আরও নানাবিধ প্রাণী আছে।
তবে সেখানকার অজগর সাপ টা আমাকে বেশি আকর্ষণ করেছে। সেই সাথে অনেক ভয় পেয়েছিলাম সাপ টা দেখে। শুধু আমি কেন? আমরা সবাই বিশেষ করে সাপ জাতীয় প্রানী টা কে সবচেয়ে বেশি ভয় পাই। এদের আকৃতি টা ই ভয়ংকর রকমের লাগে।
"উইকিপিডিয়া থেকে জানা যায় যে,
অজগর বা পাইথন (ইংরেজি: pythons) হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহত্তম সাপ।অজগরকে ময়াল নামেও ডাকা হয়। এরা বিষহীন আদিম সাপ। এদের পিছনের পা-এর চিহ্ন পুরো বিলুপ্ত হয়নি।[২]
এরা শিকারকে জোরে পেঁচিয়ে/পরিবেষ্টন (constrict) ধরে এরা তার দম বন্ধ করে। এরা শিকারকে সাধারনত মাথার দিক থেকে আস্ত গিলে খাওয়া শুরু করে। কারণ, এতে শিকারের বাধা দেয়ার ক্ষমতা কমে যায়। শিকার হজম করতে তাদের কয়েকদিন সময় লাগে।মৃত প্রাণী খায়না।
এদের অবলোহিত(তাপ) রশ্মি দেখার বিশেষ তাপদৃষ্টি(infrared vision) ইন্দ্রিয় আছে (যে ক্ষমতা কিছু বোড়াদেরও আছে কিন্তু গঠন ও বিবর্তন ভিন্ন পথের)। অজগরের উপরের ঠোঁট বরাবর এই ইন্দ্রিয় অবস্থিত।"
তো সেই অজগর সাপের কয়েকটি ছবি আমি এখানে তোমাদের কাছে শেয়ার করবো এখন।