শুভ সকাল☕☕
বেশ কিছুদিন আগে সন্ধ্যার আগ মুহূর্তে আমি কি যেন একটা বাসার কাজে ব্যস্ত ছিলাম। আর আমার বাচ্চা দুটো বেলকনিতে খেলা করছিল। কখনো রুমে এসে আমাকে জড়িয়ে ধরে আদর করে যাচ্ছিল। আমিও কাজ করতে করতে বাচ্চাদের আদর উপভোগ করছিলাম।
তারপর সূর্য যখন পশ্চিম দিকে একেবারে ডুবে যেতে শুরু করলে আকাশের এই চমৎকার সৌন্দর্য টা দেখতে পেয়ে , রুমের মধ্যে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে আমার মেয়ে বলে-
মা - দেখ দেখ !
আকাশের মেঘ গুলো কত চমৎকার!! আমার মেয়ের কথা শুনে আমিও বেলকনিতে দাঁড়িয়ে দেখতে পেলাম মেঘ গুলোকে। সত্যি সত্যিই মেঘের রং টা একেবারে আনকমন লাগলো আমার কাছে। সচরাচর এই ধরণের চমৎকার রঙের মেঘ খুব একটা চোখে পড়ে না।
বেলকনিতে দাঁড়িয়ে আকাশটা যতদূর দেখা সম্ভব হয়েছিল, আমি খুব ভালো করে খেয়াল করে দেখেছিলাম যে- একি আকাশের মধ্যে নানারকম মেঘেদের ছুটোছুটি। নানান রকম সৌন্দর্য বিরাজমান মেঘেদের মধ্যে। কিছুক্ষণ পর পরই মেঘ গুলোর রং পরিবর্তন হচ্ছিল।
মাত্র আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে মেঘ গুলো যতবার রং পরিবর্তন করেছিল ,সে সব এর ছবি আমি এখানে আপনাদের কাছে শেয়ার করছি এখন।