দুপুরে বাচ্চাদের কে ঘুম পাঠিয়ে যখন গোটা বাসায় পিনপতন নীরবতা বিরাজমান। তখন সময় যেন থমকে গেল। কারণ বাচ্চাদের হুটোপুটি তে সময় খুব দ্রুত গতিতে ছুটে চলে । কিন্তু বাচ্চা রা শান্ত থাকলে সব কিছু তে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে।
তখন এই ফাঁকা সময় টা তে মনের মধ্যে একটা কবি কবি ভাব চলে আসে।
আর আমার কবি কবি ভাব এর বৃথা প্রচেষ্টার ফল নিম্নোক্ত কবিতা টা.......
কোন ধাতু দিয়ে তৈরি তুমি ওগো কষ্ট,
যখন যার জীবনে যাও-
তার সমস্ত কিছু তুমি করে দাও নষ্ট।
কি এমন শক্তি রয়েছে তোমার?
যা দিয়ে তুমি মানুষের -
সাজিয়ে গুছিয়ে রাখা স্বপ্ন ভেঙ্গে দাও।
কি এমন গোপন শক্তি লুকিয়ে রাখো তোমার কাছে?
যা দিয়ে তুমি ইস্পাত দৃঢ় কঠিন মনোবলও-
ভেঙ্গে ফেল এক নিমিষে।
পারমাণবিক বোমার চেয়েও কি তোমার বেশি শক্তি?
না কি আগ্নেয়গিরি থেকেও তুমি ভয়ংকর শক্তিশালী?
পৃথিবীর সব খারাপ লাগা নিয়ে কি তোমার বসবাস অদ্ভূতুড়ে।
হে কষ্ট!
তুমি কি জানো?
শুধু তোমার দেয়া যন্ত্রণায় অকালে ঝরে পড়ে কত জীবন প্রদীপ!
তুমি বড্ড নিষ্ঠুর হে কষ্ট.....
তুমি বড্ড নিষ্ঠুর!
আবার তুমিই পারো মানুষের জীবনে-
করে দিতে সব সুষ্ঠু!