দৈনন্দিন জীবিকার সন্ধানে।

in instablurt •  3 years ago 

আজ সকালটা শুরু হলো মন খারাপ নিয়ে। সকালে এসেই দেখি ব্যাংককিং কাজের আমার ল্যাপটপ কাজ করছে না । ব্যাংকের সার্ভার সেটিং নষ্ট হয়ে গেছে। সাথে সাথে সার্পোটিং এ কল করলাম মাশাআল্লাহ সকাল 11টার মধ্যে ইঞ্জিনিয়ার চলে এসেছেন।
240852210_4323245584422530_4679539643920145083_n.jpg

240912614_1024436108387938_1015556055056415519_n.jpg

প্রায় তিন ঘন্টা অপারেশন চালানোর পরও কোন গতি হয়নি। ভারাক্রান্ত মন নিয়ে তিনি ফিরে গেলেন। পর পর 3 বার উইনডোজ দিয়েও কোন কাজ হয়নি।

দুপুরের খাবার খেতে খেতে বেজে গেল বিকাল 5 টা।

একটু বাহিরে বের হয়ে আসরের নামাজ পড়ে সামনের বাগানের গাছগুলোর কিছুক্ষ পরিচর্চ
করলাম

241210594_384100786452520_3634220615749813668_n.jpg

সাথে কিছু শাক আর সবজিও উঠালাম।

2d98fe3ad209c879dab75bcc48cc3c05d56f10c72b10e402ecd342679fd0ea5c.jpg

অল্প হোক নিজের উৎপাদনের একেবারে ফ্রেস।

সন্ধ্যার পর মাগরীবের নামাজ পড়ে অফিসে ঢুকেই আবার ব্যস্ততা বেজে গেল রাত 10.30

কয়েকজন ছাত্র আসল তাদের কিছু অনলাইনের কাজ করে দিয়ে অফিসের কাজ সমাপ্ত করলাম।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Hi, @mmkamal,

Thank you for your contribution to the Blurt ecosystem.


Please consider voting for the witness @symbionts.
Or delegate to @ecosynthesizer to earn a portion of the curation rewards!