আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি আমি আজ আপনাদের মাঝে একজন মানুষের প্রকৃত গুণাবলী সম্পর্কে কিছু কথা শেয়ার করতে চাই চলুন শুরু করা যাক।
Translation:
Assalamu Alaikum, how are you all? I hope you are all well. I am also very good in your prayers. I want to share with you today about the real qualities of a human being. Let's get started.
মানুষ সৃষ্টির সেরা জীব। সৃষ্টিকর্তা মানুষকে এমন সব গুণাবলী দিয়েছেন যা তাকে অন্য সব প্রাণী থেকে আলাদা করেছে। মানুষের আছে স্বপ্ন, দেখা কল্পনা, করা চিন্তা করার শক্তি, তবে একজন মানুষের প্রকৃত মানুষ হয়ে ওঠার জন্য তার মধ্যে থাকতে হয় কিছু গুণাবলী যেসব গুনাবলী একজন প্রকৃত মানুষের মধ্যে থাকে। সেগুলি আপনাদের জানাবো, চাইলে সেগুলি আপনার নিজের সাথে মিলিয়ে নিতে পারবেন।
একজন প্রকৃত মানুষ কথা বলবে মার্জিতভাবে। প্রয়োজন অনুসারে, নরম ভাবে, প্রয়োজনের অতিরিক্ত সে কথা বলবেনা। সে এমন কিছু বলবে না যা অন্য একজন মানুষকে আঘাত করতে পারে। তবে সে মানুষটি সব সময় সত্যের সাথে থাকে সে নিজে কোন অন্যায় করতে পারে না। এবং তার চোখের সামনে কোন অন্যায় দেখলে সে প্রতিবাদ করে। জীবনে কখনো সে কঠিন সময়ে পড়লেও সে হককারিতাই কোন সিদ্ধান্ত নেয় না।
Translation:
Man is the best creature of creation. The Creator gave man all the qualities that set him apart from all other creatures. Man has the power to dream, to see, to imagine, but in order to become a real human being, he has to possess certain qualities which are inherent in a real human being. I will let you know, you can match them with your own if you want.
A real man will speak elegantly. Needless to say, in a soft way, he doesn't talk too much. He will not say anything that could hurt another person. But the man is always with the truth, he can not do any wrong. And when he sees an injustice in front of his eyes, he protests. Even if he is in a difficult time in his life, he does not really make any decision.
একজন প্রকৃত মানুষের ব্যবহার হয় অমায়িক, ও ভদ্র, সে সকলের সাথে সুন্দর আচরণ করে ও কারো সাথে পক্ষপাতিত্ব করে না। তার সাজ-পোশাকে ও থাকবে ভদ্রতা ছোঁয়া। কোনরকম অশ্লীলতা তাকে স্পর্শ করতে পারবে না। প্রকৃত মানুষের কাজ করার মধ্যে থাকবে যত্নের ছোঁয়া। সে কোন সময় হাল ছেড়ে যাওয়ার মানসিকতা ধারণ করে না।
একজন মানুষের মূলমন্ত্র সে সব সময় থাকে এবং এজন্য সে কোন কাজ করতে ভয় পায় না। সে সব সময় সৎ পথে উপার্জন করে। নিজের উপার্জন নিয়ে সন্তুষ্ট থাকে প্রয়োজনের অতিরিক্ত খরচ করে না। এবং সব সময় ভবিষ্যতের জন্য সঞ্চয় করে। ও একজন প্রকৃত মানুষের থাকে কোন বিষয় নিয়ে গভীর চিন্তা করার ক্ষমতা। এবং সেই চিন্তাকে বাস্তবে রূপ দেয়ার শক্তি। তার ভাবনা চিন্তা ও কাজ পাবে সৃজনশীলতা। সর্বোপরি একজন প্রকৃত মানুষ সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তিতা মেনে চলে সে সময় মত আহার করে এবং সময় মত ঘুমায়। তার খাদ্যাভাসে থাকে পরিমিত আহার নিজের শরীর ঠিক রাখার জন্য।
একজন প্রকৃত মানুষ কায়িক পরিশ্রম করে। এছাড়াও অনেক ব্যস্ততার ভিড়েও একজন প্রকৃত মানুষ তার নিজের জন্য ও পরিবারের জন্য সময় বের করতে ভোলে না। মনে রাখবেন একজন প্রকৃত মানুষ মানেই কিন্তু প্রচুর অর্থ সম্পদের মালিক নয়। বরং একজন সুস্থ সৎ এবং সুখী মানুষকে প্রকৃত মানুষ বলা যায়।
Translation:
The behavior of a real person is amiable, and polite, he treats everyone nicely and is not biased towards anyone. Her outfit will also have a touch of politeness. No obscenity can touch him. There will be a touch of care in the work of real people. He never gives up.
A person's motto is always there and that is why he is not afraid to do anything. He always earns in an honest way. Be satisfied with your earnings and do not spend extra. And all the time saves for the future. And a real person has the ability to think deeply about something. And the power to make that thought a reality. His thoughts, thoughts and work will get creativity. Above all, a real person who adheres to timeliness and discipline eats like time and sleeps like time. He has a moderate diet to keep his body fit.
A real man does physical work. Even in the midst of so much busyness, a real person does not forget to make time for himself and his family. Remember a real man means but does not own a lot of money wealth. Rather a healthy honest and happy person can be called a real person.
Your post has been upvoted (1.56 %)
Delegate more BP for better support and daily BLURT reward 😉
Delegate Here
Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote