Winter wedding home.

in instablurt •  3 years ago 

IMG_20211221_184959.jpg

আবহাওয়া ইতিমধ্যেই জানান দিচ্ছে হিমেল পরশের ছোঁয়া। আর শীতকাল মানেই তো বিয়ের মরসুম। কিন্তু শীতকালে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ শুনলে অনেকই পোশাক নিয়ে বেশ খানিকটা চিন্তায় পড়ে যান, বিশেষ করে মেয়েরা। কারণ সুন্দর মেকআপ করে যদি শাড়ির সঙ্গে সোয়েটার পরতে হয়, তা হলে তা পুরো সাজেরই দফারফা। তাই শীতকালে মেয়েরা বিয়ে বাড়িতে ঠিক কী ধরনের পোশাক পরবেন তার জন্য রইল কিছু টিপস্।

১. বিয়ে বাড়িতে শাড়ি পরার চল অনেক দিনের। কিন্তু শীতের হাত থেকেও তো বাঁচতে হবে। তা হলে উপায়? শীতের মরসুমে বিয়ে বাড়িতে পরতে পারেন কাঁথা স্টিচ বা পশমিনা শাড়ি। এই ধরনের শাড়ি অন্যান্য শাড়ির তুলনায় একটু ভারী হয়। তার পাশাপাশি সুতোর কাজে দেখতেও লাগে বেশ। বিশেষত গরমকালের বিভিন্ন অনুষ্ঠানে এই শাড়িগুলি খুব একটা পরা যায় না। তাই শীতকালেই বিয়ের অনুষ্ঠানে এই ধরনের শাড়িগুলি পরতে পারেন। এই শাড়িগুলিতে আপনাকে যেমন আকর্ষণীয় দেখাবে, তেমনই শীতের হাত থেকেও রক্ষা করবে সমান ভাবে।

২. যদি বিয়েবাড়িতে নিজেকে ভিড়ের মধ্যে আলাদা হয়ে উঠতে চান তা হলে অবশ্যই পরুন কাফতান ড্রেস। কাফতান যেমন পরতে সুবিধা, তেমনই এই ধরনের পোশাক খুব রুচিপূর্ণও। যেহেতু শীতকালে বিয়ের নিমন্ত্রণ, তাই অনায়াসেই পরতে পারেন উলের কাফতান।

৩. শাড়ি পরতে না চাইলে বিয়েবাড়িতে পরুন জমকালো চুরিদার। থ্রি কোয়ার্টার বা ফুলহাতা সুতোর ভারী কাজ করা চুরিদার শীতকালে যেমন আরাম দেবে তেমনই বিয়ে বাড়ির সাজের সঙ্গে মানাবেও বেশ। এ ছাড়া চুরিদারের সঙ্গে নিতে পারেন মানানসই শাল।

৪. বিয়েবাড়িতে পরতে পারেন ভেলভেট বা রেশমের পোশাক। সে ক্ষেত্রে ভেলভেটের গাউন দারুন বিকল্প হতে পারে। একরঙা ফুলহাতা গাউনের সঙ্গে কানে পরুন মানানসই পাথরের দুল। চাইলে পরতে পারেন ভেলভেটের শাড়িও। এ ছাড়াও রেশমের লেহঙ্গাও কিন্তু বিয়েবাড়িতে দারুন মানাবে।

৫. বিয়েবাড়িতে যদি শাড়িই আপনার প্রথম আর শেষ পছন্দ হয়, তা হলে শাড়ির সঙ্গে ব্যবহার করুন জমকালো শাল। শাড়ির আঁচলের বিপরীতে শাল নিলে মন্দ লাগবে না। তবে এখন হরেক রকম পরিবর্তন এসেছে। সে ক্ষেত্রে আপনি লম্বা ঝুলের সোয়েটারের সঙ্গে শাড়ি পরতে পারেন। এই ধরনের পোশাক আপনাকে একদম অন্য রকম দেখাবে।
শীতের মরসুমে যে কোনও অনুষ্ঠানেই সাজগোজ তুলনামূলক ভাবে কম ঝক্কির। কারণ এই সময় মেকআপ গলে গিয়ে, সাজ ঘেঁটে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। কিন্তু ফ্যাশনের ঢেউয়ে নিজেকে শীতে ঠান্ডা লাগার হাত থেকে রক্ষা পেতে পোষাকের সামান্য রদবদলেই নতুন রূপে সকলের নজর কাড়তে পারেন.

The weather is already showing the touch of Himel Parash. And winter is the wedding season. But when it comes to winter wedding invitations, many people are worried about their clothes, especially girls. Because if you have to wear a sweater with a sari with beautiful makeup, then it is the daffarfa of the whole outfit. So here are some tips on what kind of clothes girls should wear at their wedding home in winter.

  1. Let's wear sari at the wedding house for many days. But we have to survive the winter. Is that the way? Kantha stitch or pashmina sari can be worn at the wedding house in winter season. This type of sari is a little heavier than other sari. Besides, it takes a lot to see the work of yarn. These saris are not worn very much, especially in summer occasions. So you can wear this kind of sari in winter wedding ceremony. These saris will protect you from winter as well as make you look attractive.

  2. If you want to stand out from the crowd at the wedding, then you must wear a kaftan dress. As comfortable as wearing a kaftan is, this type of dress is also very tasteful. Since it is a wedding invitation in winter, you can easily wear wool kaftan.

  3. If you don't want to wear sari, wear gorgeous churidar at the wedding. The heavy work of three-quarter or full-sleeved yarn will give comfort to the thief in winter as well as the wedding will go well with the decoration of the house. In addition, you can take a matching shawl with the thief.

  4. You can wear velvet or silk dress at the wedding. In that case velvet gown can be a great option. Wear matching stone earrings with monochrome full sleeve gown. If you want you can also wear velvet sari. Apart from this, silk lehenga will also look great at a wedding.

  5. If sari is your first and last choice in marriage, then use gorgeous shawl with sari. It would not be bad to wear a shawl as opposed to a sari. But now various changes have taken place. In that case you can wear sari with long sleeved sweater. This type of dress will make you look completely different.
    Cosmetics are relatively less glamorous than any other occasion in the winter season. Because this time the makeup melts, there is no possibility of the outfit being worn. But in order to protect yourself from the cold in the wave of fashion, a little change in the dress can catch everyone's eye with a new look.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!