শুভ রাত্রি বাংলাদেশ থেকে।
কেমন আছেন আপনারা সবাই?
আমি ভালো আছি আলহামদুলিল্লাহ।
প্রতিটি মানুষের চিন্তা, ভাবনা, কাজকর্ম ও আচরণ যাই হোক না কেন?
সেগুলো আজ হোক বা কাল হোক প্রত্যেকের জীবনে তা নির্ভুল লক্ষ্য হয়ে ফিরে আসবে।
তাই জীবনের উন্নতির বা সাফল্যের পথে যে যে মানুষের সাথে পরিচয় বা দেখা হবে তাদের সবার সাথে ভালো ব্যবহার করা উচিত।
কারণ জীবন চলার পথে যদি কখনো আবার ব্যর্থ হতে হয়, তখন কিন্তু আবার সেই মানুষগুলোর সাথেই দেখা হবে।
অনেক দিন আগে আমি একটা বইয়ে একটি গল্প পড়েছিলাম......
"দুটো ছেলে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেখানে পড়ালেখা করতে যায়।
পড়ালেখা করতে গিয়ে প্রায় সময়ই তাদের হাতে টাকার অভাব হতো।
তাই একদিন তারা সিদ্ধান্ত নেয় , পিয়ানো বাজানোর আসর বসিয়ে সেখান থেকে কিছু টাকা ইনকাম করবেন।
এবং সেই টাকা দিয়ে তারা তাদের প্রয়োজন মেটাবে।
সেই পিয়ানো বাজানোর আসরে তাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন।
তিনি তাদের অবস্থার কথা বুঝতে পেরে পরের দিন তাদের দুজনেই ডেকে আরো কিছু টাকা দিলেন।
এতে ছাত্র দুজন ভীষণ উপকৃত হলো।
তার কিছু দিন পর বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক এর কাছে থেকে একটা চিঠি ছাত্র দুজনের কাছে এলো।
তাতে লেখা ছিল----
"জীবনের সুন্দরতম প্রাপ্তি হচ্ছে , আন্তরিক ভাবে অপরকে সাহায্য করা।এর ফলে প্রকৃতপক্ষে নিজেকেই সাহায্য করা হয়।"
বন্ধুরা! সত্যি সত্যিই তা নয় কি??
যা কিছু সুন্দর ও ভালো কাজ।তা তার নিজস্ব নিয়মে ফিরে আসে।
প্রতিদান করার আশায় ভালো কাজ করার প্রয়োজন হয় না...... প্রতিদান আপনিই ফিরে আসে নিজের জীবনে।