আসসালামুয়ালাইকুম বন্ধুরা,
আশা করছি সবাই ভালো আছেন।
আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
জীবন যখন থমকে থাকে নানা ধরনের কর্ম ব্যস্ততায় , তখন মাঝে মাঝে নিজেই নিজেকে ট্রিট দিতে হয়।সব ব্যস্ততা থেকে নিজেকে মুক্ত করে পরিবারের সদস্যদের সাথে বাইরে ঘোরাঘুরি করতে যাওয়া উচিত মন ফ্রেশ করার জন্য।
তাহলে আবার নিজের আমিত্ব কে খুঁজে পাওয়া সম্ভব। প্রাকৃতিক সৌন্দর্য এর মাঝে ভালোবাসার মানুষদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত কর্মব্যস্ত মানুষদের জীবনে অক্সিজেনের মতো গুরুত্বপূর্ণ।অবশ্য এটা আমার নিজস্ব মতামত, বাকি সবার অভিজ্ঞতা ভিন্ন হতে পারে।আর ভিন্ন হওয়া টা ই স্বাভাবিক। কারণ আমরা সবাই ব্যক্তিগত জীবনে বিভিন্ন মতাদর্শ এর অনুসারী।
যাই হোক, যেহেতু গতকাল এর দিনটি ছিল সরকারি ছুটির দিন। তাই সপরিবারে ঘুরতে গিয়েছিলাম বাসার বাইরে। যদিও বর্তমানের আবহাওয়া খুব বেশি সুবিধাজনক নয়। কারণ এমনিতেই শীতকাল।তার মধ্যে যখন তখন মুষলধারে বৃষ্টি নামে। আবার হঠাৎ করেই বৃষ্টি থেমে যায়। বৃষ্টি থামার পরে বাইরের পরিবেশ টা অনেক স্নিগ্ধ থাকে। আর এই পরিবেশ টা আমাকে খুব বেশি আকৃষ্ট করে। তাই এই চমৎকার পরিবেশ এর সৌন্দর্য টা উপভোগ করার জন্য রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি সপরিবারে। বাচ্চাদের আনন্দ দেখে মনে হচ্ছে আমি নিজেই বাচ্চাদের বয়সে ফিরে গেছি।
সব শেষে সবাইকে বলছি, জীবনকে ভালবাসুন। ভালবাসতে ভালবাসুন। ভালবাসায় কিছু উন্মাদনা থাকবেই। কিন্তু সব উন্মাদনায়ই কিছু অদৃশ্য আন্তরিকতা মিশে থাকে।