প্রতিটি মানুষের কাছেই তার গ্রাম একটি ছোট্ট স্বর্গস্বরূপ।

in instablurt •  3 years ago 

আসসালামুয়ালাইকুম বন্ধুরা,
সবাই ভালো আছেন নিশ্চয়ই।
আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।

বন্ধুরা, গ্রাম আমাদের সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি মানুষের কাছেই তার গ্রাম একটি ছোট্ট স্বর্গস্বরূপ। গ্রামের অপূর্ব সৌন্দর্যকে উপভোগ করতে হলে অবশ্যই গ্রামে গিয়ে এর প্রাকৃতিক সৌন্দর্যকে স্বচক্ষে দেখতে হবে।

received_351712513171740.jpeg

received_899981790876148.jpeg

received_1823875217799109.jpeg

received_230046819042168.jpeg

গ্রাম প্রকৃতির এক অপার সৌন্দর্যের নাম। আল্লাহ তায়ালার সৃষ্টি যে এত্ত সুন্দর তা গ্রাম না দেখলে আপনি বুঝবেন না!যে দিকে দুচোখ যায় খালি সবুজের সমারোহ। গ্রামের সবুজ প্রকৃতি ,আঁকাবাঁকা মেঠো পথ ,ধানক্ষেতের ওপর সমারোহ জানান দেয় প্রকৃতি বয়ে চলে তার নির্দিষ্ট নিয়মে এবং নির্দিষ্ট গতিতেই। আজকের সমাজে যারা গুণী ব্যক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তাদের অধিকাংশেরই শুরুটা হয়েছে কিন্তু গ্রাম থেকে। গ্রামের সৌন্দর্য কখনো শহরের ইটঁকাঠে পাওয়া যাবেনা। তাইতো শহরের মানুষ খানিকটা অবসরে নাড়ির টানে ছুটে আসে তার নিজের গ্রামে।

মাঝ মাঝে শহরের যান্ত্রিক জীবন থেকে নিজেকে মুক্ত করে নিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হয়। কারণ প্রকৃতির অনির্বচনীয় শোভা মানুষকে বুঝতে শেখায় যে পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা অকৃত্রিম ।অকার্পণ্য হস্তে আল্লাহ তায়ালা প্রকৃতিকে ঢেলে সাজিয়েছেন। প্রকৃতির চেয়ে ভালো নকশা তাই কেউ কোথাও খুজে পাবে না।

received_514986096234129.jpeg

received_256413456310531.jpeg

received_263111985402459.jpeg

received_384679849853066.jpeg

received_308417717748350.jpeg

received_883252979288020.jpeg

সংগীত এবং শিল্পের মতো, প্রকৃতির প্রেম একটি সাধারণ ভাষা যা রাজনৈতিক বা সামাজিক সীমানা অতিক্রম করতে পারে।বিজ্ঞান প্রকৃতির চূড়ান্ত রহস্য সমাধান করতে পারে না। আর এর কারণ শেষ বিশ্লেষণে আমরা নিজেরাই রহস্যের একটি অংশ যা আমরা সমাধান করার চেষ্টা করছি।

তাই সময় ও সুযোগ পেলেই আমি প্রকৃতির কাছে যাই শান্ত এবং সুস্থ হয়ে উঠতে। এবং আমার জ্ঞানকে যথাযথ করে তুলতে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!