আসসালামুয়ালাইকুম বন্ধুরা,
আশা করছি সবাই ভালো আছেন।
আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
বন্ধুরা, সকালের নির্মল বাতাস এবং শান্ত পরিবেশ উপভোগ করার জন্য রাস্তায় বের হয়েছি হাঁটতে। এসময় এতো চমৎকার সৌন্দর্য প্রকৃতির মাঝে লুকিয়ে থাকে,যা রোদের সোনালী আলোর মাঝে উপলব্ধি করা সম্ভব নয়।
আমার সারা জীবনের প্রকৃতির নতুন নতুন দর্শনগুলি, আমাকে বাচ্চাদের মতো আনন্দিত করে তুলে। বাস্তব জীবনে আমি যে সম্পদ ও জ্ঞান অর্জন করি তার অধিকাংশই প্রকৃতি থেকে আসে, যা আমার অনুপ্রেরণার উৎস । সত্যি সত্যিই প্রাকৃতিক সৌন্দর্য টা আল্লাহ তায়ালার একটি সেরা শিল্প।
আমি বরাবরই এক প্রকৃতি প্রেমিক মানুষ। তাই এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি যে,প্রকৃতিতে যত বেশি সময় আমি ব্যয় করবো- তত বেশি আপনি একে বুঝতে পারবো।আমি ঠিক করেছি প্রতিদিন অন্তত ১০ মিনিট প্রকৃতি দর্শন করবো, আর এই সময় টা আমার জীবনে বৃথা যাবে না বলে আমি মনে করি।
রাস্তায় হাঁটতে হাঁটতে আমার দৃষ্টির সীমানায় দেখি শুধু চারদিকে সবুজ আর সবুজ এর সমারোহ। আমার ইচ্ছে হয়,এই সবুজের সমারোহ এ যদি সর্বদা ডুবে থাকতে পারতাম।চোখ খুললেই আর কোন কৃত্রিমতা যদি আমার চোখ না পড়তো। যেদিকে তাকাবো চারদিকে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ই যদি শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকতো। জানি এ সম্ভব নয়, তবুও মনে মনে কল্পনা করতে তো আর দোষ নেই।
তাই নয় কি বন্ধুরা !!!