কেমন আছেন আপনারা সবাই?
আমি ভালো আছি আলহামদুলিল্লাহ।
আমার মনে হয় মানুষের মনটা রঙিন চশমার মতো।
মনে মনে যে রং কল্পনা করবো পৃথিবীটাকে ঠিক সে রকমই দেখতে পাবো।
তার একটা বাস্তব উদাহরণ আমি বলি আপনাদেরকে।
আমার বাচ্চাদের কে নিয়ে গিয়েছিলাম একটা শিশু পার্কে ।
সেই শিশু পার্কে একটি গুহার আছে।
এই গুহার ভেতরে প্রবেশ করে ,পার্কের আরেক টা দর্শনীয় অংশে প্রবেশ করতে হয়।
বিষয়টি বেশ রোমাঞ্চকর।
একদিন আমরা সকলে মিলে সেই গুহায় প্রবেশ করার সিদ্ধান্ত নিলাম। আমি ভেবেছিলাম আমার বাচ্চারা খুব ভয় পাবে।
কিন্তু কিসের কি?
গুহার মধ্যে ঢুকে তারা দুজন মহাখুশি।
কারণ গুহার ভেতরে রয়েছে নানান রকমের আলোর খেলা।
বিভিন্ন ধরনের আলোর কারণে গুহার ভেতরটা বেশ ভুতুড়ে লাগছিল।
আমাদের চেহারা ও কাপড়ের রং সম্পূর্ণ বদলে গিয়েছিল।
আলোর এই লুকোচুরি খেলায় আমরা আমাদের চেহারা ও কাপড়ের যে রং কল্পনা করছিলাম, সেই রং ই দেখতে পাচ্ছিলাম।
অথচ বাস্তবতা ছিল সম্পূর্ণ আলাদা।
আসলে পৃথিবীটা এমনি।
বাইরে থেকে অনেক মানুষকে আমরা আমাদের ইচ্ছা মতো কল্পনা করি।
সেই কল্পনা ভালো বা মন্দ দু'টোই হতে পারে।
কিংবা তার ব্যতিক্রম হতে পারে।
তবে সবার সম্পর্কে আমাদের কাল্পনিক ধারণা যে সব সময় সত্যি হবে, তা কিন্তু কখনোই নয়।
তাই কাল্পনিক ধারণার উপর ভিত্তি করে কখনো কাউকে বিচার করতে যাবেন না।
কারণ এতে অপর প্রান্তের মানুষের প্রতি অবিচার করা হতে পারে।
যাই হোক- আমার বাচ্চাদের দেখে আমার মনে হয়েছিল, তারা গুহার ভেতরে প্রবেশ করে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিল।