বন্ধুরা, প্রায় বেশ কিছু দিন আগে আমি একটি "বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন" এর অফিসে বিকেলে ঘুরতে গিয়েছিলাম। যেহেতু এই অফিস টা আমার বাসার কাছাকাছি জায়গায়।তো সেখানে গিয়ে আমি কিছু টা অবাক হয়েছিলাম। কারণ এটা একটা সরকারি অফিস।অথচ অফিস টা অনেক অযত্ন ও অবহেলার শিকার।
অফিসের বিল্ডিং গুলোর অনেক জীর্নশীর্ন অবস্থা, অফিসের কর্মকর্তা দের জন্য বানানো কোয়ার্টার বা বাসাগুলোর অবস্থাও একই। বিষয় টা আমাকে খুব আহত করলো। সেখানকার কিছু ছবি আমি এখানে তোমাদের কাছে শেয়ার করবো।
অথচ পৃথিবীর বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে কৃষি অন্যতম। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা মানুষের এসব মৌলিক চাহিদা পূরণে কৃষির গুরুত্ব অপরিসীম। এর মধ্যে আমাদের খাদ্যচাহিদা সম্পূর্ণরূপে কৃষির ওপর নির্ভরশীল। বস্ত্র তৈরির প্রধান উপকরণও আসে কৃষি হতে। যেমন— পাট, তুলা, রেশম ইত্যাদি। বাসস্থান তৈরির প্রধান উপকরণ যেমন - বাঁশ, বেত, কাঠ, খড় ইত্যাদিও কৃষি হতেই আসে। শিক্ষার উপকরণ - কাগজ, পেন্সিল ইত্যাদির জন্য ব্যবহৃত হয় কৃষি থেকে উৎপাদিত বাঁশ, আখের ছােবড়া ইত্যাদি। চিকিৎসা ক্ষেত্রে প্রয়ােজনীয় হােমিওপ্যাথিক, ইউনানি ও আয়ুর্বেদিক ওষুধ তৈরির কাঁচামালও প্রায় সবগুলােই কৃষিজাত। এছাড়াও আসবাব তৈরি কিংবা জ্বালানির চাহিদা মেটাতে কৃষি উৎপাদনের ভূমিকা অপরিসীম।
তাহলে এই এতো প্রয়োজনীয় একটি অফিস কিভাবে এতো অবহেলার শিকার হতে পারে???
যেখানে এক মুহুর্ত আমরা খাদ্য ছাড়া বেঁচে থাকার চিন্তা করতে পারি না। সেখানে খাদ্য সম্পর্কিত যেসব অফিস- আদালত, কলকারখানা, জমির উর্বরতা বৃদ্ধি, সেচ প্রকল্প ইত্যাদির ওপর পৃথিবীর প্রতিটি সরকারের অধিক যত্নশীল হওয়া উচিত ।
আমরা সবাই জানি যে, মানুষের বেঁচে থাকার সর্বপ্রথম উপাদান হল খাদ্যশস্য, যা কৃষি থেকে আসে। পৃথিবীর অনেক দেশই খাদ্যশস্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ন নয়। ফলে তাদের বিদেশ থেকে খাদ্যশস্য আমদানি করতে হয়।আর এভাবে বিদেশ থেকে আমদানি ও রপ্তানি করার ফলে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব শুধু মাত্র এই কৃষির মাধ্যমে। আবার অনেক দেশ উদ্বৃত্ত খাদ্যশস্য বিদেশে রপ্তানি করে থাকে। ফলে সমগ্র বিশ্বের জনগণের খাদ্য সংস্থান একমাত্র কৃষির মাধ্যমে সম্ভব হয়েছে।
মূলত অনুন্নত ও উন্নয়নশীল দেশ গুলিতে মোট জনসংখ্যার একটা বিরাট অংশ কৃষি কার্যে নিযুক্ত।
বিশেষ করে বিভিন্ন দেশের অধিকাংশ দরিদ্র শ্রেনীর মানুষের কর্মসংস্থানের ও অন্যতম প্রধান উৎস হলো কৃষি কাজ।
একটা ব্যাপার যদি আমরা ভালো ভাবে খেয়াল করি, আমরা অনেকেই অনেক টাকার মালিক হতে পারি। লাখপতি- কোটিপতি হতে পারি। কিন্তু এই টাকা গুলো খরচ করার মতো যদি কোন ক্ষেত্র না থাকে। তাহলে এই টাকার কি কোন মূল্য আছে ??
আর এই এতো এতো টাকা কি আমাদের ক্ষুধা নিবারণ করতে পারবে? যদি কৃষি সম্প্রসারণ এ আমরা সজাগ না হই। তাই আসুন আমরা সবাই অধিক পরিমাণে কৃষি সম্প্রসারণ এ সজাগ দৃষ্টি রাখি। এবং সেই সাথে যেসব মানুষ মাথার ঘাম পায়ে ফেলে কৃষি কাজ করে আমাদের মুখে খাবার তুলে দেয় তাদেরকে যথাযোগ্য মর্যাদা ও সম্মান এর দৃষ্টিতে দেখি।