আমার ডায়েরি
রোজঃ রবিবার
তারিখঃ ১৩ মার্চ ২০২২ ইং
আসসালামু আলাইকুম বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আমার ডায়েরি লেখা শুরু করছি।
সকাল
আলহামদুলিল্লাহ আজকে সুন্দর একটি সকাল পেয়েছি। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেস হয়ে নিলাম। তারপর মামি আমাকে নাস্তা দিলো খেতে। সকালে রুটি আর ডিম ভাজি দিয়ে সকালের নাস্তা করলাম।
নাস্তা শেষ করে আমি মামার সাথে বাইরে গেলাম কিছু বাজার করার জন্য। বাজার শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেস হয়ে নিলাম। তারপর রুমে এসে রেস্ট করলাম।
দুপুর
দুপুরে গোসল করে নিলাম তাড়াতাড়ি। কারন ঢাকা শহরের সব সময় পানি আসে না। তাই নিয়ম মেনে গোসল করে নিলাম। গোসল শেষ করে রুমে চলে আসলাম। এসে কিছু সময় শুয়ে থাকলাম। তারপর মামি দুপুরের খাবার খাওয়ার জন্য ডাক দিলো। আমি গিয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে রুমে এসে রেস্ট করতে করতে ঘুমিয়ে গেলাম।
বিকেল
বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর শুভ দাদাকে ফোন দিলাম দেখা করার জন্য। শুভ দাদাকে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসতে বললাম। শুভ ভাই আনাকে রেডি হয়ে বের হতে বলল। আমি ও আর সময় নষ্ট না করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে শুভ ভাই কে কল দিয়ে দেখা করলাম।
তারপর দুজনে একটি রিক্সা নিয়ে ঘুরতে বের হলাম।আমাদের উদ্দেশ্যে ছিলো রমনা পার্কে যাওয়ার। বাট কিছু দূরে গিয়ে এমন ট্রাফিক জ্যাম পড়লাম আর না গিয়ে আশে পাশে ঘুরতে থাকলাম।
সন্ধ্যা
সন্ধ্যায় শিল্প কলা একাডেমির সামনে দিয়ে ঘুরে বাসার দিয়ে রওনা দিলাম। আমি শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে আছি সেখানে মামার বাসা। বাসায় আসতে আসতে সন্ধ্যা পার হয়ে গেলো।
রাত
রাতে বাসায় এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেস হয়ে নিলাম। তারপর আম্মু আমাকে নুডলস খেতে দিলো।
আমি খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। রুমে আসার সাথে সাথে আমার ছোট মামাতো ভাই মটু পাতলু দেখার জন্য অস্থির হয়ে আছে তাই তাকে ইউটিউব থেকে মটু পাতলু দেখতে দিলাম।
ওরা কাটুন দেখতে দেখতে মামি রাতের খাবার খাওয়ার জন্য ডাক দিলো। আমি গিয়ে ফ্রেস হয়ে রাতের খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে সবার সাথে বসে কিছু সময় গল্প করলাম। তারপর আমার রুমে চলে আসলাম। রুমে এসে বিছানা রেডি করাই ছিলো আমি শুয়ে পড়লাম। রাতে শুয়ে শুয়ে একটি নাটক দেখতে লাগলাম।
নাটক দেখা শেষ করে আমি ফোনটা চার্জে দিয়ে ঘুমিয়ে গেলাম।
ধন্যবাদ সবাইকে।
আশা করি আপনাদের ও দিন গুলো ভালো কেটেছে।