আসসালামু আলাইকুম
আশা করি আপনার সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আজ ৮ তারিখ শুক্রবার। আজ আমি সারাদিন যে সব কিছু করেছি তা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের আমার এই গল্পটা ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।
সকাল
আজকে আমি সকাল ৫ টার সময় ঘুম থেকে উঠেছি। তারপর আমি খেলা দেখলাম। ফুটবল খেলা। সেখানে আর্জেন্টিনা এর সঙ্গে পেরাগুয়ের খেলা হইলো। তাই আমি সেই খালা দেখলাম। সেখানে খেলায় শেষ পর্যন্ত কোনো দল জিততে পারেনি। সেই দুই টিমের কোনো খেলোয়াড় কোনো গোল করতে পারেনি। শেষে খেলা ড্রো হয়ে গেলো। তারপর আবার আমি ঘুমাই গেলাম। আবার ঘুম থেকে উঠলাম সকাল ১০ টার সময়। তারপর বাসায় ফোন দিলাম। তারপর আমি আমার মায়ের সাথে কথা বললাম। তারপর আমি আবার মুখ ধুয়ে নিলাম। তারপর আমি কিছু খাওয়া করলাম। তারপর আমি গেলাম দাড়ি কাটার জন্য। তারপর আমি মেসে আসলাম।
দুপুর
মেসে এসে আমি আর আমার এক বন্ধু মিলে কিছু সময় ব্যায়াম করলাম। আমরা প্রায় ৩০ মিনিট সময় ধরে ব্যায়াম করলাম। তারপর আবার আমরা গোসল করলাম। গোসল শেষ করে নামাজে গেলাম। তারপর নামাজ পরে মেসে আসলাম। তারপর আবার দুপুরের খাবার খেলাম। তারপর একটু সময় শুয়ে থাকলাম। তারপর খেলা দেখতে যাওয়ার জন্য গোছাই নিলাম।
বিকাল
তারপর আমরা আমাদের মেস থেকে প্রায় ১০ জন মিলে গেলাম শহীদ আসাদুজ্জামান স্টুডিয়াম এ খেলা দেখতে। সেখানে ফুটবল খেলা হইলো। সেই খেলাই প্রধান অতিথি ছিলেন সাইফুদ্দিন শিখর। তিনি মাগুরার এম.পি। তিনি সেইখানে এসে খেলা উদভবন করলো। তারপর সেইখানে কিছু বেলুন আকাশে উরিয়ে দিলো। তারপর খেলা শুরু হয়ে গেলো। আজকে খেলা হইলো মাগুরা একাদশ এবং মুহাম্মদ পুর একাদশ। সেখানে মাগুরা একাদশ ১ গোলে জিতে যায়। তারপর আমরা মেসে আসলাম।
রাত
তারপর আমি মেসে এসে একটু গেলাম বাজারে। বাজারে গিয়ে আমি একটা সার্ট ফিটিং করে নিলাম। তারপর একটা চা এবং একটা কলা কেয়ে আবার মেসে আসলাম। তারপর আমি বই পড়া শুরু করলাম। প্রায় ২ ঘন্টা বই পড়লাম। তারপর আমি রাতের খাবার খেলাম। এখন আমি আবার একটু বই পড়বো। তারপর ঘুমাবো।
আশা করি আপনাদের আমার আজকের দিনের গল্পটি ভালো লেগেছে। আর যদি কথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন।