ছয় ঋতুর জালে বোনা আমাদের এই বাংলাদেশ। পর্যায়ক্রমে ঋতুচক্রের আবর্তনে ও বিবর্তনে এদেশের নিসর্গ প্রকৃতির রূপবৈচিত্র্য এবং মানুষের জীবনধারাও আবর্তিত এ বিবর্তিত হচ্ছে।
(Source)[https://images.app.goo.gl/6gWSu9C71vfeZJAF9]
বাংলাদেশের উন্মুক্ত প্রাঙ্গণতলে ষড়ঋতু পর্যায়ক্রমে আগমন করে। হাস্যগীত ও নৃত্যে পূর্ণ করে। দেয় দেশের তনু-মনপ্রাণ এবং প্রকৃতির বুকে যায় অপরূপ অফুরন্ত সৌন্দর্যের বান।
বাংলাদেশের ঋতুবৈচিত্র্য : বাংলাদেশ ছয় ঋতুর দেশ— গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। দুই মাস
মিলে এক একটি ঋতু; বৈশাখ-জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ়-শ্রাবণ > বর্ষাকাল, ভাদ্র-আশ্বিন > শরৎকাল; কার্তিক-
অগ্রহায়ণ > হেমন্তকাল; পৌষ-মাঘ শীতকাল: ফাল্গুন-চৈত্র > বসন্তকাল
গ্রীষ্ম ঋতু: বৈশাখ ও জ্যৈষ্ঠ এ দু'মাস গ্রীষ্ম ঋতু বলে ধরে নিলেও চৈত্রের শেষ থেকে শরতের মাঝামাঝি পর্যন্ত প্রকৃতিতে গ্রীষ্মের দাবদাহ চলে। গ্রীষ্মের রূপ প্রচণ্ড। রৌদ্র-দীপ্ত পৌরুষ তার। প্রচণ্ড খরতাপে উত্তপ্ত করে মৃত্তিকার কোমল বক্ষ। জলাধার শুকিয়ে যায়। মরুতৃষ্ণার হাহাকারে ভরে যায় মাঠ-ঘাট-প্রান্তর। ধুলায় ধূসর ভয়াল গ্রীষ্মের বর্ণনা দিতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন—
"দারুণ অগ্নিবান হৃদয় তৃষ্ণা হানে
রজনী নিদ্রাহীন, দীর্ঘ দগ্ধ দিন।
** Your post has been upvoted (1.98 %) **
Curation Trail is Open!
Join Trail Here
Delegate more BP for bigger Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Upvote
https://blurtblock.herokuapp.com/blurt/upvote
Thank you 🙂 @tomoyan
Congratulations, your post has been curated by @r2cornell, a curating account for @R2cornell's Discord Community.