ছয় ঋতুর জালে বোনা আমাদের এই বাংলাদেশ।

in instablurt •  2 years ago 

ছয় ঋতুর জালে বোনা আমাদের এই বাংলাদেশ। পর্যায়ক্রমে ঋতুচক্রের আবর্তনে ও বিবর্তনে এদেশের নিসর্গ প্রকৃতির রূপবৈচিত্র্য এবং মানুষের জীবনধারাও আবর্তিত এ বিবর্তিত হচ্ছে।

Untitled-2.jpg
(Source)[https://images.app.goo.gl/6gWSu9C71vfeZJAF9]
বাংলাদেশের উন্মুক্ত প্রাঙ্গণতলে ষড়ঋতু পর্যায়ক্রমে আগমন করে। হাস্যগীত ও নৃত্যে পূর্ণ করে। দেয় দেশের তনু-মনপ্রাণ এবং প্রকৃতির বুকে যায় অপরূপ অফুরন্ত সৌন্দর্যের বান।

বাংলাদেশের ঋতুবৈচিত্র্য : বাংলাদেশ ছয় ঋতুর দেশ— গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। দুই মাস

মিলে এক একটি ঋতু; বৈশাখ-জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ়-শ্রাবণ > বর্ষাকাল, ভাদ্র-আশ্বিন > শরৎকাল; কার্তিক-

অগ্রহায়ণ > হেমন্তকাল; পৌষ-মাঘ শীতকাল: ফাল্গুন-চৈত্র > বসন্তকাল

গ্রীষ্ম ঋতু: বৈশাখ ও জ্যৈষ্ঠ এ দু'মাস গ্রীষ্ম ঋতু বলে ধরে নিলেও চৈত্রের শেষ থেকে শরতের মাঝামাঝি পর্যন্ত প্রকৃতিতে গ্রীষ্মের দাবদাহ চলে। গ্রীষ্মের রূপ প্রচণ্ড। রৌদ্র-দীপ্ত পৌরুষ তার। প্রচণ্ড খরতাপে উত্তপ্ত করে মৃত্তিকার কোমল বক্ষ। জলাধার শুকিয়ে যায়। মরুতৃষ্ণার হাহাকারে ভরে যায় মাঠ-ঘাট-প্রান্তর। ধুলায় ধূসর ভয়াল গ্রীষ্মের বর্ণনা দিতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন—

"দারুণ অগ্নিবান হৃদয় তৃষ্ণা হানে

রজনী নিদ্রাহীন, দীর্ঘ দগ্ধ দিন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 years ago  ·  


** Your post has been upvoted (1.98 %) **

  ·  2 years ago  ·  

Congratulations, your post has been curated by @r2cornell, a curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

logo3 Discord.png