Flower garden in front of my house.

in instablurt •  2 years ago 

300763720_757590358906424_8202905351447777452_n.jpg

My hobby garden. I have been trying to do everything at home. Now is not the time to sit idle. Rising commodity prices portend a dire world ahead. I have already said that I am interested in farming cows, goats, ducks, chickens. Already bought goats and ducks. I talked about the goat in detail last night and will talk about the duck tomorrow. But now I will talk about my hobby garden.

300133798_367705662072132_5854184588448601055_n.jpg

আমার শখের বাগান। আমি বাড়িতে সব কিছুরই করার চেষ্টা করে চলেছি। কোনো কাজ না করে বসে থাকার সময় এখন না। দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ভবিষ্যতের ভয়ানক বিশ্ব সম্পর্কে জানান দিচ্ছে। আমি গরু, ছাগল, হাঁস, মুরগীর খামার করতে আগ্রহী তা আগেই বলেছি। ইতিমধ্যে ছাগল এবং হাঁস কিনেও ফেলেছি। ছাগল সম্পর্কে বিস্তারিত গত রাতে বলেছি এবং হাঁস সম্পর্কে আগামীকাল বিস্তারিত বলবো। তবে এখন বলবো আমার শখের বাগান নিয়ে।

300016104_846971759619976_6327834186416990983_n.jpg

The front of my house was empty for a long time. I wanted to fill that place with flowering plants. My husband Ibrahim Hossain brings me different types of flowers from the nursery. Today I will show a part of the nursery to everyone. I will show the whole another day.

আমার বাড়ির সামনের অংশ অনেকদিন ধরে খালি পরে ছিল। আমি সেই জায়গাটুকু ফুলের গাছ দিয়ে পরিপূর্ণ করতে চাইলাম। আমার স্বামী ইবরাহীম হোসেন আমাকে নার্সারি থেকে থেকে বিভিন্ন ধরনের ফুল গাছ এনে দেয়। আজ নার্সারির এক অংশ দেখাবো সবাইকে। সম্পূর্ণটা অন্য একদিন দেখাবো।

300817777_744257053548566_714841094008309593_n.jpg

My garden has small togars, roses, hasnahena, kanthogalap etc. My husband said he will bring me kamini and many other flower seedlings. He said he would decorate the front of the house in such a way that people would stand and look at it and say it was a house of contentment.

আমার বাগানে রয়েছে ছোট টগর, গোলাপ, হাসনাহেনা, কাঁঠগোলাপ ইত্যাদি রয়েছে। আমার স্বামী আমাকে কামিনী এবং আরও অনেক ফুলের চারা আনিয়ে দিবে বলেছে। সে বলেছে বাড়ির সামনের অংশ এমন করে সাজাবে যেন মানুষ দাড়িয়ে দেখে এবং বলে যে এটা তৃপ্তির বাড়ি।

299963834_1095195381416063_7148658064583398339_n.jpg

Nursery is not an easy task. In fact, no task is easy. Difficult work should be made easy. I have also planted some of the last flowers that surround our front and will bring some so the initial work will be completed.

নার্সারি করা সহজ কাজ নয়। আসলে কোনো কাজই সহজ নয়। কঠিন কাজকে সহজ করে নিতে হয়। আমাদের সামনের অংশটুকু ঘেরাও করা শেষ ফুলের কিছু চারা রোপনও করেছি আর কিছু আনবো তাহলে প্রথমিক কাজগুলো শেষ হবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been curated by @r2cornell-curate. You can use the tag #R2cornell. Also, find us on Discord

Manually curated by Blessed-girl

logo3 Discord.png

Felicitaciones, su publicación ha sido votada por @r2cornell-curate. Puedes usar el tag #R2cornell. También, nos puedes encontrar en Discord


Posted from https://blurtlatam.com