তথ্যগুলো নিয়ে প্রতিবেদন তৈরি করব

in instablurt •  2 years ago 

তথ্যগুলো নিয়ে প্রতিবেদন তৈরি করব। গবেষণার ফলাফল: বিভিন্ন ওয়েবসাইটি অনুসন্ধান করে এবং প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণ করে আমরা যে ফলাফল পেলাম তা হলো T Rex বা Tyrannosaurus হলো পৃথিবীতে যত ডাইনোসর প্রজাতি ছিল তার মধ্যে হিংস্রতম একটি প্রজাতি। T Rex এর Rex শব্দটি এসেছে ল্যাটিন শব্দ Rex থেকে যার অর্থ রাজা। অর্থাৎ T Rex হচ্ছে সব মাংসাশী প্রাণীর রাজা। আকার ও হিংস্রতা উভয় দিক দিয়েই।

প্রতিবেদন-লেখার-নিয়ম.png
(source)[https://images.app.goo.gl/faKMESyZhaM7XtoC6]
পৃথিবীতে এখন পর্যন্ত যত মাংসাশী প্রাণী এসেছে তার মধ্যে T-Rex সবচেয়ে বড়। মূলত মাংশাসী ডাইনোসরগুলোর মধ্যেও এটি সবচেয়ে বড়। ১৯০২ সালে সর্বপ্রথম জীবাশ্মবিদ বারনুম ব্রাউন এ প্রাণটির ফসিল বা জীবাশ্ম আবিষ্কার করেন। ৬৫ মিলিয়ন বছর পূর্ব পর্যন্ত এটি পৃথিবীতে একচ্ছত্র অধিপত্য বিস্তার করে থাকে। এর জীবাশ্ম পাওয়া যায় উত্তর আমেরিকা এবং মঙ্গোলিয়ায়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!