তথ্যগুলো নিয়ে প্রতিবেদন তৈরি করব। গবেষণার ফলাফল: বিভিন্ন ওয়েবসাইটি অনুসন্ধান করে এবং প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণ করে আমরা যে ফলাফল পেলাম তা হলো T Rex বা Tyrannosaurus হলো পৃথিবীতে যত ডাইনোসর প্রজাতি ছিল তার মধ্যে হিংস্রতম একটি প্রজাতি। T Rex এর Rex শব্দটি এসেছে ল্যাটিন শব্দ Rex থেকে যার অর্থ রাজা। অর্থাৎ T Rex হচ্ছে সব মাংসাশী প্রাণীর রাজা। আকার ও হিংস্রতা উভয় দিক দিয়েই।
(source)[https://images.app.goo.gl/faKMESyZhaM7XtoC6]
পৃথিবীতে এখন পর্যন্ত যত মাংসাশী প্রাণী এসেছে তার মধ্যে T-Rex সবচেয়ে বড়। মূলত মাংশাসী ডাইনোসরগুলোর মধ্যেও এটি সবচেয়ে বড়। ১৯০২ সালে সর্বপ্রথম জীবাশ্মবিদ বারনুম ব্রাউন এ প্রাণটির ফসিল বা জীবাশ্ম আবিষ্কার করেন। ৬৫ মিলিয়ন বছর পূর্ব পর্যন্ত এটি পৃথিবীতে একচ্ছত্র অধিপত্য বিস্তার করে থাকে। এর জীবাশ্ম পাওয়া যায় উত্তর আমেরিকা এবং মঙ্গোলিয়ায়।