Hard work is the key to success

in instablurt •  3 years ago 

Assalamu Alaikum how are you all I hope everyone is well and well I am very well by the infinite mercy of the creator

The topic I will discuss with you today is the same for everyone. Hard work is the key to self-sufficiency.

IMG_20191031_165330.jpg

There is a proverb that if you suffer, you will suffer. It is the same for everyone. If you want to get something in life, you have to lose something. If you want to be truly self-sufficient, you have to suffer a lot. One thing to keep in mind is that it is not possible to earn in a dishonest way. Earnings in a dishonest way can never bring peace to people.

IMG20180604152405.jpg

As I say, I never do any work. We are working hard in exile. It is difficult to get everything self-sufficient for our family and our future. Nothing is possible except hardship.
When I take the SSC exam, my father is in financial trouble. It is very difficult for him to pay for my education. Since then, I have started working to pay for my own tuition. Comes and starts working hard

IMG_20211029_185227.jpg

When I come abroad, I take loans from many people and go abroad. Work on my own and repay the loan slowly.
Even after that, by the infinite mercy of God, I try to keep my family well, even if it is a little hard, but I always try to keep them well.
We all know that life in exile is not very difficult here. One has to build oneself in one's own way. One has to fight with one's own mind. In every case, one has to build oneself as a warrior step by step. Do not let yourself have to make a ladder to climb up
I am currently living in this country for eight years. Thanks to the grace of God, I have been able to become self-sufficient. I have been able to take care of my family. I have been able to fulfill their hopes and aspirations.

IMG_20211005_091431.jpg

Therefore, I will say one thing for everyone. If you work hard, you will find the key to hard work. I hope everyone will like this short story. Everyone will pray for me. I also pray for you. May the Creator keep everyone well and healthy. Thank you again for reading this story.
Bangla
আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন এবং ভাল থাকেন সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি

আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা সবার এক্ষেত্রে সমান হয় বিষয়টা হচ্ছে পরিশ্রম স্বাবলম্বী চাবিকাঠি

একটা প্রবাদ আছে কষ্ট করলে কেষ্ট মেলে এটা সবার ক্ষেত্রে সমান জীবনে কিছু পেতে গেলে কিছু হারানো লাগে এটাও সত্যি স্বাবলম্বী হতে গেলে প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে জীবনে কোন কাজকে ছোট মনে করা যাবে না কাজ তো কাজ ছোট বড় বলে কোন কাজ নাই তার সাথে আমাদেরকে সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অসৎ পথে উপার্জন করা যাবে না অসৎ পথে উপার্জন মানুষকে কখনো শান্তি এনে দিতে পারে না সৎ পথে উপার্জন অল্প হলেও তাতে শান্তি থাকে সুখ থাকে এজন্য আমাদেরকে সৎ-অসৎ দুইটা জিনিস খেয়াল রেখে কাজ করতে হবে

যেমন আমার কথাই বলি আমি কখনো কোনো কাজ করে না এই যে আমরা প্রবাসে এসে কঠোর পরিশ্রম করছি এটা আমাদের পরিবারের এবং নিজের ভবিষ্যতের জন্য সবকিছু স্বাবলম্বী পেতে গেলে কষ্ট করা লাগবে কষ্ট ছাড়া কিছু সম্ভব না জীবনে যে যত বেশি কষ্ট করেছে স্বাবলম্বী তার কাছেই এসে ধরা দিয়েছে
আমি যখন এসএসসি পরীক্ষা দিব তখন আমার আব্বু আর্থিক সমস্যায় পড়ে যায় আমার লেখাপড়ার খরচ চালাতে তার খুবই কষ্ট হয়ে যায় তারপর থেকে আমি আমার নিজের লেখাপড়ার খরচ নিজে চালানোর জন্য কাজ করা শুরু করি কোন প্রকার ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া চালায় তারপরে খুব কষ্ট হয়ে যায় এমতাবস্থায় আমি প্রবাসে চলে আসে এবং কঠোর পরিশ্রম শুরু করে দেয়

প্রবাস আসার সময় অনেক মানুষের কাছ থেকে ঋণ নিয়ে প্রবাসে পাড়ি দেই নিজে কাজ করে আস্তে আস্তে সেই ঋণের টাকা পরিশোধ করে দিন
তার পরেও সৃষ্টিকর্তার অশেষ রহমতে নিজের পরিবারকে মোটামুটি ভালো থাকার চেষ্টা করি নিজে একটু কষ্ট করে হলেও সর্বদা চেষ্টা করি তাদেরকে ভালো রাখার
আমরা সবাই জানি প্রবাস জীবনটা খুবই কষ্টে এখানে নেই কোন আপনজন নিজেকে নিজের মত ভাবে গড়ে নিয়ে চলতে হয় নিজের মনের সাথে যুদ্ধ করে চলতে হয় প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ধাপে ধাপে নিজেকে একটা যোদ্ধা হিসেবে গড়ে তুলতে হয় সবকিছু সাথে লড়াই করে নিজেকে বাঁচতে হয় কেউ কখনো কাউকে উপরে উঠিয়ে দেবে না নিজেকে উপরে ওঠার সিড়ি তৈরি করে নিতে হয়
বর্তমানে আমি এই প্রবাস জীবনে আট বছর পার করছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় মোটামুটি স্বাবলম্বী হতে পেরেছে নিজের পরিবারের খেয়াল রাখতে পারছে তাদের আশা-আকাঙ্ক্ষাগুলো কিছুটা হলেও পূরণ করতে সক্ষম হচ্ছে কষ্ট করেছে বিধায় আজকের কিছুটা হল স্বাবলম্বী হতে পেরেছি
এজন্য সবার উদ্দেশ্যে একটা কথা বলব কষ্ট করলে কেষ্ট মিলবে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি আশা করি আমার এই ছোটগল্পটি সবার কাছে ভালো লাগবে সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সৃষ্টিকর্তা যেন সবাইকে ভালো এবং সুস্থ রাখে গল্পটি পড়ার জন্য আবারও সবাইকে ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations! This post has been upvoted by the @blurtcurator communal account,
You can request a vote every 12 hours from the #getupvote channel in the official Blurt Discord.Don't wait to join ,lots of good stuff happening there.